তীব্র প্রতিদ্বান্দ্বতায় ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৬ এপ্রিল ২০১৮
তীব্র প্রতিদ্বান্দ্বতায় ফাইনালে বাংলাদেশ

তীব্র প্রতিদ্বান্দ্বতায় গতবারের রানার্স-আপ কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আর এ বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।

বুধবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ব্লক কিংবা সার্ভিসে সুবিধা করতে না পেরে প্রথম সেটে ২৫-১৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়নরা।

খেলায় এক পর্যায়ে ১৪-১৪ সমতা থাকলেও ২০-১৯ পয়েন্টে এগিয়ে যায় লাল-সবুজের দল। এ অগ্রগামিতা ধরে রেখে ২৫-২০ পয়েন্টে জিতে সমতা নিয়ে আসে ম্যাচে। তৃতীয় সেটের মাঝামাঝি পর্যন্ত ছিল তীব্র লড়াই। এ সেটেও ১৪-১৪ পয়েন্টে সমতা ছিল এক সময়। কিন্তু এরপরই এগিয়ে যায় বাংলাদেশ, ২৫-১৯ পয়েন্টে জিতে নেয় সেট।

চতুর্থ সেটে প্রতিরোধ গড়ে তোলে কিরগিজরা। স্বাগতিকদের লড়াইয়ের সুযোগ না দিয়ে ২৫-১৩ পয়েন্টে জিতে আবার সমতা নিয়ে আসে ম্যাচে। ভলিবলের নিয়ম অনুযায়ী, পঞ্চম ও শেষ সেটের নিষ্পত্তি হয় ১৫ পয়েন্টে। শেষ সেটে তীব্র লড়াই হয়েছে দুই দলের। বাংলাদেশ শুরু থেকে এগিয়ে থাকলেও কিরগিজস্তান ব্যবধান বাড়তে দেয়নি। তবে স্নায়ুর চাপ ধরে রেখে স্বাগতিকরাই সফল শেষ পর্যন্ত। ১৫-১৩ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

এর আগে প্রথম সেমিফাইনালে নেপালকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে তুর্কমেনিস্তান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইউরো ২০২৪ : স্বাগতিক হতে বিড জমা দিল জার্মানী

ইউরো ২০২৪ : স্বাগতিক হতে বিড জমা দিল জার্মানী

টি-টোয়েন্টিতে সাকিবের ৩০০

টি-টোয়েন্টিতে সাকিবের ৩০০

মালদ্বীপকে হারালেই সেমিতে বাংলাদেশ

মালদ্বীপকে হারালেই সেমিতে বাংলাদেশ

ভলিবলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

ভলিবলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ