মহান স্বাধীনতা ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (নারী ও পুরুষ)-২০২২। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুই বিভাগে ১২টি দলের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা চলবে ১৭ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) হ্যান্ডবল ফেডারেশনের নবনির্মিত কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি মো. নূরুল ইসলাম ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। জানানো হয়, ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২২ এর পুরুষ বিভাগে ৬টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১২টি দল অংশগ্রহণ করছে।
পুরুষ বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, টিম হ্যান্ডবল ঢাকা, পাইওনিয়ার চাপাইনবাবগঞ্জ ও টিএসটি লায়ন, জামালপুর।
নারী বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, টিএসটি লায়ন জামালপুর, হ্যান্ডবল ট্রেনিং সেন্টার, বদলগাছী হ্যান্ডবল এসোসিয়েশন ও নসরুল হামিদ স্পোর্টস একাডেমি।
উভয় বিভাগের দলগুলোকে দুটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখান থেকে সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে। দুটি দল খেলবে ফাইনাল। উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়ার পাওয়ার পাশাপাশি ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
স্পোর্টসমেইল২৪/আরএস