বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জয়লাভ করেছে। সোমবার (২ নভেম্বর) শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৬-২৬ গোলে টিম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১১-১২ গোলে পিছিয়ে ছিল। দিনের অপর ম্যাচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩৪-২৯ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১২ গোলে এগিয়ে ছিল।
বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান।
টুর্নামেন্টে মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দলগুলো হলো- বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, টিম হ্যান্ডবল ঢাকা ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]