বঙ্গবন্ধু ফেডারেশন কাপ (পুরুষ) প্রতিযোগিতা দিয়ে আবারও কোর্টে ফিরছে হ্যান্ডবল। মুজিববর্ষ উপলক্ষে চার দলের এ আসর দিয়েই সক্রিয় হচ্ছে হ্যান্ডবল।
রাঝধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার (৩১ অক্টোবর) আসরের উদ্ধোধন করবেন পৃষ্ঠপোষক ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান।
এবারের আসরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং টিম হ্যান্ডবল ঢাকা দলসহ মোট চারটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বনাম টিম হ্যান্ডবল ঢাকা।
পুরুষদের আসর সফল হলে আগামী মাসে আট দলের নারী আসর শুরু করবে ফেডারেশন। করোনাভাইরাসের মাঝে চলা এ প্রতিযোগিতার সকল ম্যাচ সরকারের নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং করোনভাইরাস প্রাদূর্ভাব প্রতিরোধ সংক্রান্ত সকল রকমের স্বাস্থ্য বিধি-বিধান অনুসরণ করে পরিচালনা করা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]