মালয়েশিয়ান ব্যাডমিন্টন জুটিকে ম্যাচ পাতানোর অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮
মালয়েশিয়ান ব্যাডমিন্টন জুটিকে ম্যাচ পাতানোর অভিযোগ

ম্যাচ পাতানোর অভিযোগে দুই মালয়েশিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড়ের বিপক্ষে তদন্তের নির্দেশ দিয়েছে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশন (বিডব্লিউএফ)। অভিযোগ প্রমানিত হলে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে সূত্রমতে জানা গেছে।

দুই বছর আগের একটি প্রতিযোগিতায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে বলে মালয়েশিয়ান ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি নোরজা জাকারিয়া জানিয়েছেন। যদিও তাদের পরিচয় জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তবে মালয়েশিয়ার দ্য স্টার পত্রিকার সূত্রমতে জানা গেছে এদের মধ্যে একজন দেশের শীর্ষস্থানীয় জুনিয়র খেলোয়াড় ও অন্যজন মর্যাদাকর দলীয় ইভেন্ট থমাস কাপে অংশ নিয়েছেন।

নোরজা বলেছেন, এই ব্যপারে আমরা ‘জিরো টলারেন্সে’ বিশ্বাসী। এটা আমাদের ব্যাডমিন্টনের জন্য অত্যন্ত হতাশাজনক।

বিডব্লিউএফ অবশ্য এ ব্যপারে কোন মন্তব্য করতে রাজী হয়নি।

বিশ্ব ব্যাডমিন্টনের আইনমতে ম্যাচ পাতনোর অভিযোগ প্রমানিত হলে সেই খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করা হবে। চলতি মাসে সিঙ্গাপুরে বিডব্লিউএফ’র শুনানীতে অংশ নিবেন বহিষ্কৃত দুই খেলোয়াড়, এমনটাই জানিয়েছে দ্য স্টার। মালয়েশিয়ান দূর্নীতি-দমন কর্তপক্ষও জানিয়েছে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

এশিয়া জুড়ে বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের মত জনপ্রিয় খেলাগুলোতে ম্যাচ ফিক্সিং একটি দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়ালেও ব্যাডমিন্টনে এই ধরনের ঘটনা খুব একটা শোনা যায়না।



শেয়ার করুন :


আরও পড়ুন

ইন্ডিয়ান ওপেন ফাইনালে সিন্ধু

ইন্ডিয়ান ওপেন ফাইনালে সিন্ধু

মলদ্বীপকে ৫-০ উড়িয়ে দিল ভারত

মলদ্বীপকে ৫-০ উড়িয়ে দিল ভারত

কোহলির চেহারায় ‘ব্রিটিশ জঙ্গি’

কোহলির চেহারায় ‘ব্রিটিশ জঙ্গি’

গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা

গ্রামীণ ঐতিহ্যের ইচিং বিচিং খেলা