বঙ্গমাতা এশিয় সিনিয়র ওমেন সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশ মহিলা ভলিবল দলের। মঙ্গলবার শক্তিশালী নেপালের কাছে ৩-০ সেটে হেরে গেছে স্বাগতিক নারীরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগ পর্বের ম্যাচে তারা নেপালের কাছে প্রথম ও দ্বিতীয় সেট হেরেছে যথাক্রমে ২৫-৭ ও ২৫-৬ পয়েন্টের ব্যবধানে। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় স্বাগতিক নারীরা। ওই সেটেও হেরেছে ২৫-৬ পয়েন্টের ব্যবধানে।
অসাধারণ দক্ষতা দেখিয়ে ম্যাচ সেরার পুরস্কার জয় করেন বিজয়ী নেপাল দলের খাড়কা সুনিতা। তবে দলীয় পারফর্মেন্সে সন্তুষ্ঠ প্রকাশ করেছেন স্বাগতিক বাংলাদেশ দলের কোচ গোলাম রসুল মেহেদী।
তিনি বলেন, আমি অবশ্যই খুশি। কারণ তাদের এ ধরনের ম্যাচে অংশগ্রহণের কোন পূর্ব অভিজ্ঞতাই নেই। এর আগে তারা কখনো আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের সুযোগ পায়নি। তারপরও আমরা এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছি।
এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের কাছে হেরে যায় তারা।
গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেওয়া নেপাল বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করায় টুর্নামেস্টের ফাইনাল নিশ্চিত করেছে। লিগ পর্বের শীর্ষ পয়েন্টধারী দু’টি দল ফাইনালে খেলার সুযোগ পাবে।