প্রবাসে বসবাস করলেও মন পড়ে থাকে স্বদেশে, স্বজনদের কাছে। কাজের ফাঁকে একটু সময় পেলেই কাজের প্রবাসীদের বন্ধুর কাছে ছুটে চলেন। মন খুলে আড্ডা দেন, মেতে ওঠেন আনন্দে উল্লাসে। তেমনি এ এক আনন্দের টুর্নামেন্টের আয়োজন করছে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীরা।
নতুন বছর উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুরু হতে যাচ্ছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮। এ টুর্নামেন্টের মোট ২৪টি দল অংশগ্রহণ করবে।
কুয়ালালামপুরের স্তেপাকের জেজেবি ব্যাডমিন্টন মাঠে ১৪ জানুয়ারি থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। টানা ৪ দিনব্যাপী এ টুর্নামেন্টে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দ্বারা গঠিত বিভিন্ন দল অংশ নেবে।
এ টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (৯ জানুয়ারি) বুকিত বিনতাংয়ের ফুড ভিলেজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এ টুর্নামেন্টের ঘোষণা দেন টুর্নামেন্টের সমন্বয়ক মোস্তফা ইমরান রাজু। এ সময় টুর্নামেন্টের আয়োজক এজিডি পিক্সার্স এর চেয়ারম্যান দাতু সেলিম, কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, বিশিষ্ট ব্যাবসায়ী এস কে সেন্টু, এক্সট্রিম গ্রুপ এর মার্কেটিং ডিরেক্টর নাহিদ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
মিট দ্য প্রেস ও ডিনার পার্টির এ অনুষ্ঠানে খেলায় অংশ নেয়া বিভিন্ন দলের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দলের জার্সি ও টুর্নামেন্টের ট্রফি উন্মুক্ত করা হয়।