শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সেলিম রানা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল উত্তর বাজার স্পোটিং ক্লাবকে হারিয়ে রামিতুল স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার রাতে আদর্শ ক্লাব নালিতাবাড়ী বাজারের আয়োজনে পৌর শহরের বেপারীপাড়া মোড়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রথম গেমে উত্তর বাজারকে ১১-১৫ এবং ৯-১৫ পয়েন্টে হারিয়ে জয় তুলে নেয় রামিতুল স্পোটিং ক্লাব। গত ২৫ জানুয়ারি সেলিম রানা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টটি শুরু হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মাঝে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, ৮নং ওয়ার্ডের কমিশনার জহিরুল হক, ৭নং ওয়ার্ডের কমিশনার নুপুর অধিকারী, ৮ নং ওয়ার্ড শহর যুবলীগের সভাপতি আনোয়ার বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানাপ্লাজা ধসে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া মহল্লার সেলিম রানা ও তার স্ত্রী রহিমা বেগম নিহত হন। সেলিম তার স্ত্রীকে নিয়ে রানাপ্লাজার একটি গার্মেন্টসে কাজ করতে। সেলিম রানা দুর্দান্ত ফুটবল খেলতেন।
তার স্মরণে প্রতিবছর সহ খেলোয়াড় ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়।বারবরের ন্যায় এবছরও ব্যাডমিন্টন টুর্নমেন্টের আয়োজন করা হয়।