শেরপুরে জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাতে সদর উপজেলার সূর্যদ্দীতে জে অ্যান্ড এস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে হাসান-মঞ্জরুলের দলকে হারিয়ে রবিন-আতিকের দল চ্যাম্পিয়ন হয়েছে।
চলতি বছরের ১২ জানুয়ারি জে অ্যান্ড এস গ্রুপের আয়োজনে ‘জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০১৯' শুরু হয়। এতে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় বিজয়ী দলকে ১০ হাজার এবং বিজিত দলকে ৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা পুরষ্কার দেওয়া হয়।
ফাইনাল খেলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিল্পপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি জে অ্যান্ড এস গ্রুপ পরিচালক মো. সাইফুল নাহী জিন্নুর সাকী, জে অ্যান্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পত্নী আলিফ রোজাবা আদিতি, গ্রুপের পরিচালক মো. সাইফুল নাহী জিন্নুর সাকী পত্নী রুনা নাজনীন (রুমী), শেরপুরের সাবেক পুলিশ সুপার মেহেদুল করিমের পত্নী হাওয়া বিবি (শিলা), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের পত্নী আসমা আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।