আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের শাটলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৪ জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের শাটলাররা

ব্যাডমিন্টনের বড় টুর্নামেন্টে সাফল্যের প্রতিদান পেলেন বাংলাদেশের জুনিয়র শাটলাররা। আন্তর্জাতিক জুনিয়র র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছেন আটজন কিশোর শাটলার।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল জুনিয়রে পাঁচটি ইভেন্টের মধ্যে তিনটিতে স্বর্ণ ও একটি রুপা জয় করেছিল লাল সবুজের শাটলাররা।

তাদের মধ্যে এককে চ্যাম্পিয়ন আবদুল হামিদ লোকমান ৫০তম, এসএম সিবগাতউল্লাহ ৫১, গৌরব সিংহ ৫৭, মঙ্গল সিংহ ৯৪, আকিব সোলায়মান ১৩২তম, খন্দকার আবদুস সোয়াদ ১৬৮তম, মোহাম্মদ হানিফ ১৮৬তম এবং রওনক নবী প্রিয় ২০৯তম স্থানে জায়গা করে নিয়েছেন।

দেশের জুনিয়র শাটলারদের এ সাফল্যে ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেছেন, ‘এই প্রথমবারের মতো বাংলাদেশ সর্বোচ্চস্থানে গেছে। ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেকের নির্দেশনায় শাটলারদের সঠিকভাবে অনুশীলন ও আন্তর্জাতিক টুর্নামেন্টে তার প্রতিফলনেই এ র‌্যাংকিং পেয়েছি আমরা।’

ভবিষ্যতে বাংলাদেশের এ সাফল্য ধরে রাখার চেষ্টা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী খেলাধুলার আয়োজন

শিশুদের জন্য ব্যতিক্রমধর্মী খেলাধুলার আয়োজন

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

শপথ নিলেন এমপি মাশরাফি, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

চলচ্চিত্রে শহীদ আফ্রিদি?

চলচ্চিত্রে শহীদ আফ্রিদি?

শচিনের কাঁধে গুরু আচরেকরের শেষ যাত্রা

শচিনের কাঁধে গুরু আচরেকরের শেষ যাত্রা