ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৮
ঢাকায় শুরু হলো আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ব্যাডমিন্টন চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। টুর্নামেন্টে প্রথম দিনের খেলায় এককে নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন বাংলাদেশের পুরুষ শাটলাররা। তবে হতাশ করেছে দেশের অন্যতম সেরা নারী শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা।

মঙ্গলবার বিকেল ৪টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব মো. আবদুল মালেক। ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার এ সময় উপস্থিত ছিলেন।

দিনের শুরুটা স্বাগতিকদের জয়ের মধ্যেই হয়েছে। সাতটি জয় দিয়ে প্রথম দিনটি নিজেদের করে নেয় স্বাগতিক শাটলাররা। এর মধ্যে দেশের শীর্ষ বাছাই গৌরব সিং ২২-২০ ও ২১-১৫ পয়েন্টে মরিশাসের মালভিন আপ্পিয়াকে পরাজিত করেন।

এছাড়া আহসান হাবিব পরশ ২১-৮ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ রাফাহকে, আবদুল খালেক ২১-১৪ ও ২১-১৬ পয়েন্টে মরিশাসের রামরাখা শাহিরকে, সালমান খান ২১-৮ ও ২১-৬ পয়েন্টে মরিশাসের পুলতো তেজরাজকে এবং আরিফুল ইসলাম তুহিন ২১-৫ ও ২১-৮ পয়েন্টে মালদ্বীপের মোহাম্মদ আকিফকে পরাজিত করেন।
batmilton
মহিলা বিভাগে শীর্ষ বাছাই শাটলাররা হারলেও স্বাগতিক দলের হয়ে জিতেছেন কেবল রেহেনা পারভীন। তিনি ২১-১৮, ২০-২২ ও ২১-১৮ পয়েন্টে মরিশাসের জেমিমা স্যাংককে পরাজিত করেন।

এছাড়া শীর্ষ বাছাই এলিনা সুলতানা ২১-১৯ ও ২১-১৩ পয়েন্টে আমেরিকার রুহি রাজুর কাছে, শাপলা আক্তার ২১-২ ও ২১-১০ পয়েন্টে ভিয়েতনামের লিনগুয়েনের কাছে, উর্মি আক্তার ২১-৪ ও ২১-৫ পয়েন্টে থাইল্যান্ডের চানানচিদার কাছে হার মানেন। এছাড়া দুলালী হালদার ইন্দোনেশিয়ার ইয়াসনিতা এঙ্গিরার সঙ্গে প্রথম সেটে ২১-৭ পয়েন্টে হারার পর দ্বিতীয় সেটে ৬-০ পেয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় ব্যথা পেয়ে কোর্ট ছাড়েন।

স্বাগতিক বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, বাহরাইন, মরিশাস , ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, জার্মানি ও অস্ট্রেলিয়ার মোট ৯৪ জন পুরুষ এবং ৫৭ জন নারীসহ মোট ১৫১ জন শাটলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ধারাভাষ্যকারকে ‌‘চপেটাঘাত’

ধারাভাষ্যকারকে ‌‘চপেটাঘাত’

আর খেলবেন না রাদওয়ানস্কা

আর খেলবেন না রাদওয়ানস্কা

৫৬ জন বালক-বালিকা অংশ নিচ্ছে যুব আরচারিতে

৫৬ জন বালক-বালিকা অংশ নিচ্ছে যুব আরচারিতে

রাজনীতিতে আসার ব্যাখ্যা দিলেন মাশরাফি

রাজনীতিতে আসার ব্যাখ্যা দিলেন মাশরাফি