পুরস্কার পেলেন ডিআরইউ ব্যাডমিন্টনের বিজয়ীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
পুরস্কার পেলেন ডিআরইউ ব্যাডমিন্টনের বিজয়ীরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) ডিআরইউ কার্যালয়ে জাকজমকপূর্ণভাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান অনুষ্ঠানের।

প্রতিযোগিতার পুরুষ এককে চ্যাম্পিয়ন আবদুল্লাহ শাফী, রানার আপ শামীম আহমেদ ও তৃতীয় হয়েছেন সোহেল হোসেন পাটোয়ারী।

নারী এককে চ্যাম্পিয়ন মাকসুদা লিসা, রানার আপ জাহিদা পারভেজ ছন্দা ও তৃতীয় তাসকিনা ইয়াসমিন। স্টাফদের এককে চ্যাম্পিয়ন জসিম উদ্দিন, রানার আপ জাকির হোসেন বাবুল ও তৃতীয় ফিরোজ হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।

৯ দিনব্যাপী প্রতিযোগিতায় ডিআরইউ’র ৬৫ জন সদস্য ও ১৬ জন স্টাফ অংশগ্রহণ করেন। বিজয়ীদের ট্রফি ছাড়াও নগদ অর্থ প্রদান করা হয়।



শেয়ার করুন :