শেরপুরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ পিএম, ১১ মার্চ ২০১৮
শেরপুরে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট

খেলাধুলায় মনোনিবেশ, মাদকমুক্ত পরিবেশ স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পলাশীকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ভলিবল টুর্নামেন্টের ফাইনালকে এই আয়োজনে নালিতাবাড়ী পৌর একাদশকে ১৭ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে আন্ধারুপাড়া একাদশ।

ফাইনাল খেলাটি ৮০ পয়েন্টে নির্ধারণ করা হয়। এতে পৌর একাদশ ৬৩ ও আন্ধারুপাড়া একাদশ ৮০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হয়। ফাইনালে খেলায় সেরা খেলোয়ার হয়েছেন আন্ধারুপাড়া একাদশের মুনসুর আহমেদ।

টুর্নামেন্টের ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে খেলা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফজলুল হক বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারুক আহমদে বকুল, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজক ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো.ফিরুজ আলম বলেন, 'তরুণ সমাজকে মাদকমুক্ত করতে আমরা প্রতি বছর ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাটমিন্টন খেলার আয়োজন করে থাকি।'


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ইরাকে বিশ্ব সেরা স্টেডিয়াম বানাবে সৌদি

ইরাকে বিশ্ব সেরা স্টেডিয়াম বানাবে সৌদি

যুব গেমসে প্রথম স্বর্ণ জিতলেন মিলন

যুব গেমসে প্রথম স্বর্ণ জিতলেন মিলন

হ্যান্ডবলে লাল সবুজের জয়

হ্যান্ডবলে লাল সবুজের জয়

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো যুব গেমসের

জমকালো অনুষ্ঠানে পর্দা উঠলো যুব গেমসের