নারী নির্যাতন মামলায় এখন টপ অফ দ্য কান্ট্রি। মাত্র ১৬ বছর বয়সে প্রেম, অতপর খালাতো বোন সামিয়াকে বিয়ে। এখন ক্রিকেটের বাইশ গজের মোসাদ্দেক হোসেন সৈকত সফল হলেও মাত্র ২২ বছর বয়সে বউকে ডিভোর্স দিয়েছেন! খেয়েছেন নারী নির্যাতন মামলাও, হুমকির মুখে তার ক্যারিয়ার!
গত ৫ বছরে নারী নির্যাতনে একটা নীরব বিপ্লব ঘটিয়েছে আমাদের ক্রিকেটাররা। একের পর এক নারী কেলেঙ্কারী জন্ম দিয়েছে সমালোচনার। মামলা-জেল-হুমকি কত কিছু? লজ্জায় ডুবেছে জাতি। তাতে অবশ্য কিছুই যায় আসেনি লাল সবুজের বাহকদের! অভিনেত্রী হ্যাপির করা মামলায় জেল খেটে বের হয়ে ঠিকই মাঠ মাতাচ্ছেন পেসার রুবেল হোসেন। গৃহকর্মী নির্যাতন মামলায় শাহদাত হোসেন রাজীবও জরিমানা দিয়ে মওকুফ পেয়ে নিয়মিত ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন।
অভিজ্ঞ স্পিনার আরাফাত সানিও জেল খেটেছেন নারী নির্যাতন মামলায়। পেসার শহীদও বউ পিটিয়ে শিরোনাম হয়েছেন। বাংলাদেশের ক্রিকেটের লাভার বয় নাসির হোসেন তো সবার থেকে আলাদা। ২০টা মোবাইল সিম আর ৮০টা গার্লফেন্ডে হ্যান্ডেল করতে গিয়ে ক্রিকেটাকেই আর ঠিকমত ফিনিশিং দিতে পারছেন না ফিনিশার খ্যাত নাসির।
ক’দিন আগেই নাসির সুবহার প্রেম কাহিনীর ফোনআলাপ ভাইরাল হলো। সেই রেশ কাটতে না কাটতেই এবার নারী কেলেঙ্কারী স্কোয়াডে নাম লেখালেন সৈকত।
টুর্নামেন্ট চলার সময় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জরিমানা দিয়েছে সাব্বির ও আল আমিন। সাব্বির রুম্মনের নীল চোখে নাকি অনেক মডেল অভিনেত্রীও পথ হারিয়েছে। ক্রিকেটের মঞ্চে পথ হারিয়েছেন সাব্বিরও।
ক্রিকেটের জনপ্রিয়তা আর সেলিব্রেটি হওয়ার সুবাদে ফ্যান ফলোয়ারদের সাথে প্রায়ই ক্রিকেটাররা রোমান্সে জড়ান। সে সব ছবি ভাইরাল হয়। যে ক্রিকেটারদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে তারা সবাই আইনের মারপ্যাচে খালাস পেয়েছেন। আবার অভিযোগগুলোও সত্য!
অভিযোগ আছে, বিপদের সময় এসব ক্রিকেটারদের অভিভাবকের মত ছায়া দেয় খোদ ক্রিকেট বোর্ড। অথচ নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারী ইস্যুতে সবচেয়ে কঠোর হওয়ার কথা ছিল বোর্ডের। তাদের নীরব ভূমিকায় একের পর এক স্ক্যান্ডেলের জন্ম হয়েছে!
সাময়িক ঝামেলা খড়গ পার করে অভিযুক্ত ক্রিকেটাররাও ফিরেছেন ক্রিকেটে। তাই তাদের কাছে ব্যাপারগুলো অভ্যস্ততার পর্যায়ে চলে গেছে। তাদের লজ্জা বোধও হয়নি। সতীর্থের ভূল থেকে নিজেও কিছু শেখেনি। বরং বেছে নিয়েছে সতীর্থের করা ভূলকেই!
আমরা বারবার ডুবেছি লজ্জায়! তারপরও সান্ত্বনা, যারা দেশের জন্য এতো এতো বিজয় এনে দেয়, তাদের এ রকম বেহায়াপানা আমাদের সহ্য করতে হবে! কারণ কথায় আছে, যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়াও ভালো।