বর্ষা বাদলে শিশুর মেধা বিকাশে ঘরোয়া খেলা

কাওসার সাদিক কাওসার সাদিক প্রকাশিত: ১০:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৮
বর্ষা বাদলে শিশুর মেধা বিকাশে ঘরোয়া খেলা

ঋতু বৈচিত্রের দেশ আমাদের এই বাংলাদেশ। ঘুরে ফিরে আবারও চলে এসেছে বর্ষাকাল। এ সময় বাবা মায়েরা তাদের সন্তানের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে মাঠের খেলাধুলা নিয়ে খুব চিন্তিতও থাকেন। কারণ, বৃষ্টিতে মাঠে খেলা করা অসুবিধা। সেই সাথে বর্ষায় মাঠ, রাস্তা সব পানিতে তলিয়ে থাকে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে ছেলে-মেয়েরা। ফলে দুশ্চিন্তায় থাকেন পিতামাতা। তবে, এ সময়ে ঘরে বসেও নানা প্রকার খেলাধুলার ব্যবস্থা করা যায়, যা মেধা ও বুদ্ধি বিকাশে সহায়তা করে।

পৃথিবীর প্রত্যেক বাবা-মাই চান তাদের সন্তান যেন মেধাবী ও চৌকস হয়। শিশুকালোই সর্বশ্রেষ্ঠ সময় মানসিক বিকাশের জন্য। তাই এ সময়কে মূল্যায়ন করা জরুরি। বৃষ্টি-বাদলের ভয়ে ঘরে বসে না থেকে শিশুকে বিভিন্ন ঘরোয়া খেলায় পারদর্শী করে তুলতে পারেন আপনার আদরের সন্তানকে।

তেমনি কিছু খেলার মধ্যে রয়েছে লুডু খেলা। এই লুডু খেলাও কিন্তু আপনার বাচ্চার মেধা ও বুদ্ধি বিকাশে একটি অন্যতম সহযোগী খেলা। সময় পেলে আপনার সোনামণিকে নিয়ে লুডু খেলতে বসতে পারেন। আপনার বাচ্চাকে সাপ লুডু খেলার সাথে আগে পরিচয় করিয়ে দিতে পাড়েন। তাকে একটু একটু করে খেলার নিয়ম কানুনগুলো বুঝিয়ে দিবেন। মজার এই খেলাটি আপনার সন্তানকে অংক ভীতি থেকে বের করে আনবে।

এসব খেলনা বা খেলাধুলা আপনার শিশুকে শুধু বিনোদন বা ব্যাস্ত রাখতে সাহায্য করবে তাই নয়, বিনোদনের পাশাপাশি আপনার শিশুর সামাজিক দক্ষতা, মেধাবিকাশসহ আরও নানান ধরনের বুদ্ধি বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।

ইন্ডোরে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খেলাধুলার মাধ্যমে শিশুর আরও আন্তরিকতা বৃদ্ধি পাবে। যেমন- দাবা, কেরাম, ব্যডমিন্টন ইত্যাদি। এ সকল খেলার ছলে শিশুর মেধা বিকাশ ও উপস্থিত বুদ্ধি বাড়বে। শিশুর মানসিক ও ব্যক্তিত্ব মর্যাদা সম্পর্কেও শিক্ষা অর্জন করবে পরিবার থেকেই। সন্তানের আচার- আচরণের সঠিক বিকাশও হবে।

এখন থেকেই শিশুকে ঘরে বসে এমন খেলাধুলায় অভ্যস্ত করতে পারেন। বর্ষার বৃষ্টি আর শিশুর স্বাস্থ্য নিয়ে ভাবনার আর কোন কারণ রইলো না। হাসি খুশিতে কাটুক আপনার সন্তানের খেলার সময়।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পিনারে বিধ্বস্ত দ.আফ্রিকা, চালকের আসনে শ্রীলঙ্কা

স্পিনারে বিধ্বস্ত দ.আফ্রিকা, চালকের আসনে শ্রীলঙ্কা

বুদ্ধির খেলায় ধাঁধা-জোকস : খবরের কাগজে দৃষ্টিপাত

বুদ্ধির খেলায় ধাঁধা-জোকস : খবরের কাগজে দৃষ্টিপাত

গ্রাম বাংলার ঐতিহ্যে খেলাধুলা : বাঁচানোর দায়িত্ব আমাদের কাঁধে

গ্রাম বাংলার ঐতিহ্যে খেলাধুলা : বাঁচানোর দায়িত্ব আমাদের কাঁধে