স্কুল ক্রিকেট বা এই পর্যায়ের কাউকে দেখে আমি খুব রোমাঞ্চিত হই খুব কম সময়ই। তবে আজকে স্কুল ক্রিকেটের ফাইনালে এই ছেলেটাকে দেখে চমকে গেছি… সত্যিকারের রত্ন সে…!!! খুব স্মুথ অ্যাকশন, চমৎকার একটা ছোট্ট জাম্প… দারুণ ফ্লাইট, জায়গা ভালো, বিশাল টার্ন করানোর ক্ষমতা…আর গুগলি তো অসাধারণ…!!!
গুগলি খুব ভালো বলেই হয়তো একটু বেশি করার প্রবণতা দেখলাম। তবে বাচ্চা ছেলে, এটুকু হবেই। ফলো থ্রু যেমন আরেকটু ভালো করতে হবে। তবে এত বিশ্লেষণের সময় আসলে হয়নি এই বয়সী একজনকে নিয়ে। স্কুল ক্রিকেটে এমন নান্দনিক লেগ স্পিনে ব্যাটসম্যানদের খাবি খাওয়াচ্ছে একটা ছেলে, এটা দেখাই তো দারুণ আনন্দময়…।
শেখ ইমতিয়াজ শিহাব, চ্যাম্পিয়ন রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় দলের অধিনায়ক, ছবি: বিসিবি
শুরুর দিকে একটা ম্যাচে সে ১৬ রানে ৮ উইকেট পেয়েছিল। তখন জানতাম না যে সে লেগ স্পিনার। ফাইনালের আগে ৫ উইকেট নিয়েছে ৩ ম্যাচে। সেমি-ফাইনালে নিয়েছে ৪ উইকেট। আজকে ফাইনালে আবার ৫ উইকেট…।
৩৪৮ স্কুল আর প্রায় সাড়ে ৭ হাজার ক্রিকেটারের ক্রিকেট উৎসব। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের এবারের চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন হাই স্কুলের অধিনায়ক সে (শেখ ইমতিয়াজ শিহাব)…. (এটিই তার আসল স্কুল কিনা, জানি না। কারণ অন্য স্কুল থেকে অতিথি ক্রিকেটার খেলানোর নিয়ম ছিল সর্বোচ্চ ৫ জন)।
৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল। টুর্নামেন্টে ৩৩ উইকেট আর ১৩৬ রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট। টিভিতে আজকেই প্রথম তার বোলিং দেখলাম ও মুগ্ধ হলাম।
ফাইনাল ও টুর্নামেন্ট সেরা ছাড়াও সর্বাধিক (৩৩) উইকেট শিকারি হয়েছেন তরুণ এ লেগ স্পিনার, ছবি: বিসিবি
এই পর্যায়ে অবশ্য দারুণ সব প্রতিভা বরাবরই পাওয়া যায়। পরে অনেকেই নানা কারণে পথ হারায় বা হারিয়ে যেতে বাধ্য হয়। তবে কোনোভাবেই চাইব না, এই ছেলেটা হারিয়ে যাক। এত দারুণ প্রতিভাকে কোনোভাবেই মিলিয়ে যেতে দেওয়া উচিত নয়।
এখন থেকেই তার যত্ন নিয়ে, উপযুক্ত প্ল্যাটফর্ম দিয়ে, কোনোভাবে একটা সিস্টেমে রেখে, খুব ভালো কোচিং আর নিদের্শনা দিয়ে, তার উন্নতি ট্র্যাক করে, সর্বোপরি স্কুল থেকে প্রতিটি ধাপ যেন সে ভালোভাবে এগোতে পারে, সেই ব্যবস্থা করার দায়িত্ব বিসিবি, তার পরিবার ও সংশ্লিষ্টদের। পিউর জেম…। এই রত্নকে যেন ঘষে-মেজে আরও উজ্জ্বল করা হয়…।
[লেখাটি আরিফুল ইসলাম রনি’র ফেসবুক পোস্ট থেকে নেওয়া]
স্পোর্টসমেইল২৪/আরএস