অনুষ্ঠিত হলো ১৩তম আমিন মোহাম্মদ গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ এএম, ১০ মার্চ ২০১৯
অনুষ্ঠিত হলো ১৩তম আমিন মোহাম্মদ গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট

সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত হলো ১৩তম আমিন মোহাম্মদ গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট। শনিবার সকালে সাভার গলফ ক্লাবে স্টেশন কামান্ডার (সাভার) ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি, পিএসসি প্রধান অতিথি এবং আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মধ্যাহ্নভোজ শেষে সাভার গলফ ক্লাব অডিটোরিয়ামে শুরু হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। তিনদিনব্যাপী এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্রহণ করেন লে. কর্নেল সাজ্জাদ, ভ্যাটার্ন উইনার হিসেবে পুরস্কার গ্রহণ করেন কামাল উদ্দিন আহমেদ, সুপার সিনিয়র উইনার হিসেবে পুরস্কার গ্রহণ করেন মেজর জেনারেল মন্জুর (অব.), সিনিয়র উইনার হিসেবে পুরস্কার গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল আবেদীন, লেডিস উইনার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তানিয়া মেসবাহ্ এবং জুনিয়র উইনার হিসেবে পুরস্কার গ্রহণ করেন ফাতিমা আফরা।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্টেশন কমান্ডার (সাভার) ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি, পিএসসি এবং আমিন মোহাম্মদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সাভার গলফ ক্লাবে ৭ মার্চ থেকে ৯ মার্চ তিন দিনব্যাপী ১৩তম আমিন মোহাম্মদ গ্রুপ গলফ কাপ টুর্নামেন্টে বিদেশি গলফারসহ ৩০৬ জন গলফার অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মো. জামাল হোসেন, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাকিব উদ্দিন খান, কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন, পিএসসি, কর্নেল এবিএম আব্দুল বাতিন ইমানী, এএফডব্লিউসি, পিএসসি, ল্যাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবির, মেজর এএনএম আব্দুল আহাদ, এমবিএ, আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল করিম সিদ্দিকী, পরিচালক ডা. এম এ ওহাব, জিএম মেজর (অব.) মো. রেজাউল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

রানার্সআপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন জোসি

রানার্সআপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন জোসি

বনমোরগ শিকার করে গ্রেফতার গলফার জ্যোতি

বনমোরগ শিকার করে গ্রেফতার গলফার জ্যোতি