রানার্সআপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন জোসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৮
রানার্সআপ সিদ্দিকুর, চ্যাম্পিয়ন জোসি

ভারতের প্যানাসনিক ওপেনে শিরোপার খুব কাছে গিয়েও পারলেন না সিদ্দিকুর রহমান। শেষ হোলের লড়াইয়ে হেরে রানার্সআপ হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের খালিন জোসি।

দিল্লি গলফ ক্লাবে রবিবার চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে রানার্সআপ হয়েছেন বাংলাদেশি তারকা।

অন্যদিকে ছয়টি বার্ডি ও দুটি বোগি যোগ করেন ভারতের খালিন জোসি। পারের চেয়ে ১৭ শট কম খেলে সেরা হন তিনি।

২০১০ সালে ব্রুনাই ওপেনে শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর। ২০১৩ সালে জিতেন হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা। এরপর থেকে এশিয়ান ট্যুরের শিরোপা খরা তার।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

১৪ বছর পর খেতাব জিতলেন রাহিল গাঙ্গজি

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

স্পেনের তারকা গলফারকে ধর্ষণের পর হত্যা

পিছিয়ে গেলেন সিদ্দিকুর, জামালের অগ্রগতি

পিছিয়ে গেলেন সিদ্দিকুর, জামালের অগ্রগতি

বিটিআই ওপেনে ব্যর্থ সিদ্দিকুর

বিটিআই ওপেনে ব্যর্থ সিদ্দিকুর