প্রথম দিনে শীর্ষে বাংলাদেশ, এককে এগিয়ে অস্ট্রেলিয়া ও ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৮ মার্চ ২০২৩
প্রথম দিনে শীর্ষে বাংলাদেশ, এককে এগিয়ে অস্ট্রেলিয়া ও ভারত

‘ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এর মাঠের লড়াই শুরু হয়েছে। ১০ দেশের অংশগ্রহণে কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বুধবার প্রথম দিনে (প্রথম রাউন্ড) এগিয়ে আছে বাংলাদেশ ‘বি’ দল (লিটন মন্ডল ও শফিকুল ইসলাম)। তবে ব্যক্তিগত ইভেন্টে যৌথভাবে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গলফার আরব ডি শাহ ও ভারতের শাত মিশ্র।

প্রথম রাউন্ডে দুজনই ‘২ আন্ডার পার’ খেলেছেন। এককে বাংলাদেশের গলফার লিটন মন্ডল ‘১ আন্ডার পার’ খেলে তৃতীয় স্থানে রয়েছেন।

আন্তর্জাতিক অ্যামেচার গলফে বাংলাদেশের তিনটি দল অংশ নিচ্ছে টিম-এ, টিম-বি ও টিম-সি। শীর্ষে থাকা বাংলাদেশ বি দল ‘১ আন্ডার পার’ খেলেছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দল (অর্জুন সিং ভাটিয়া ও মনজত সিং) প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেছে। তৃতীয় স্থানে রয়েছে নেপাল দল। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ‘এ’ ও ‘সি’ দল।

এককে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার গলফার আরব ডি শাহ বলেন, ‘আমর শুরুটা ভালো হয়নি। ব্যাক-নাইনে সুবিধা করতে পারিনি। প্রথম তিন হোলে দুই বগি হয়েছে। এরপরও আমি আত্মবিশ্বাস হারাইনি। একটু পরেই বার্ডি করে আমি এগিয়ে যাই। কুর্মিটোলার মতো চ্যালেঞ্জিং গলফ কোর্সে সব মিলে প্রথম দিনে শীর্ষে থাকতে পেরে ভালোই লাগছে।’

যৌথভাবে শীর্ষে থাকা ভারতের গলফার শাত মিশ্র বলেন, ‘ব্যাক-নাইনে আমারও ভালো হয়নি। ভালো করা খুবই কঠিন। আমি লেবেল পার করি ব্যাক-নাইনে। তবে ফ্রন্ট-নাইনে দুইটা বার্ডি করি। দিনটি আমার জন্য খুবই ভালো ছিল। পাটিং ও সুইং ভালো হয়েছে।’

এককে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশের গলফার লিটন মন্ডল বলেন, ‘প্রথম দিনে অনেকটা নার্ভাস ছিলাম। তাই নিজের সেরাটা দিতে পারিনি। আমরা অনেক দিন এমন বড় টুর্নামেন্টে খেলিনি। তবে আশা করছি, পরের রাউন্ডে আরও ভালো করতে পারবো।’

বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ রিপন বলেন, ‘দলগতভাবে আমরা এগিয়ে আছি। যদিও এককে আমার গলফার লিটন তৃতীয় স্থানে। তবে আমার বিশ্বাস শেষ পর্যন্ত বাংলাদেশই শিরোপা জিতবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কুর্মিটোলায় পর্দা উঠলো আন্তর্জাতিক অ্যামেচার গলফের

কুর্মিটোলায় পর্দা উঠলো আন্তর্জাতিক অ্যামেচার গলফের

গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

আর অপেক্ষা করতে পারছিলাম না, এখন ভালো লাগতেছে: সিদ্দিকুর রহমান

দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন টাইগার উডস

দুর্ঘটনায় গাড়ির ভেতরেই আটকা পড়েছিলেন টাইগার উডস