এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতা বিটিআই ওপেনের শুরুতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ প্রতিযোগিতায় দুইবার সেরা হওয়া সিদ্দিকুর রহমান। তবে ভালো শুরু পেয়েছেন জামাল হোসেন মোল্লা ও শাখাওয়াত হোসেন সোহেল।
কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার প্রথম রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলে ১০ জনের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে আছেন তিনি।
পারের চেয়ে ৪ শট করে কম খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন জামাল ও সোহেল। প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি ও একটি বোগি করেছেন জামাল। চারটি বার্ডি, একটি ঈগল ও দুটি বোগি করেন সোহেল।
সজীব আলি ও দুলাল হোসেন পারের চেয়ে তিন শট করে কম খেলে যৌথভাবে নবম স্থানে আছেন।
৫০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে রয়েছেন জাপানের হিগা কাজুকি।