১১তম সামিট ওপেনে খেলবেন দেশ সেরা গলফার সিদ্দিকুর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১
১১তম সামিট ওপেনে খেলবেন দেশ সেরা গলফার সিদ্দিকুর

মাঠে গড়াচ্ছে গলফের ঘরোয়া টুর্নামেন্ট ১১তম সামিট ওপেন। এখানে অংশ নিবেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বিদেশি কোনো টুর্নামেন্টে না থাকায় ১১তম সামিট ওপেনে খেলবেন সিদ্দিকুর রহমান।

রোববার (১৯ ডিসেম্বর) থেকে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে মাঠে গড়াবে ১১তম সামিট ওপেন। এ টুর্নামেন্টে অংশ নিবেন দেশের শীর্ষ ৮০ গলফার। পুরো টুর্নামেন্টের জন্য ১৮ লক্ষ টাকা প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ প্রফেশনাল গলফার অ্যাসোসিয়েশন (বিপিজিএ)। 

এবারের টুর্নামেন্টে সিদ্দিকুর রহমানের অংশ নেওয়াটা অনান্য গলফারদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে বলে মনে করেন বিপিজিএ-র যুগ্ম সম্পাদক মেজর (অবঃ) মাহমুদুর রহমান চৌধুরি। তিনি স্পোর্টসমেইল২৪.কম-কে বলেন, ‘দেশের বাইরের বিভিন্ন টুর্নামেন্টে ব্যস্ত থাকায় ঘরোয়া আসরগুলোতে সিদ্দিকুরকে পাওয়া যায় না। এবারের আসরের তার থাকাটা বেশ অনুপ্রেরণাদায়ক।’

প্রথম বাংলাদেশি গলফার হিসেবে এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন সিদ্দিকুর রহমান। এছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন সিদ্দিকুর।

এখন পর্যন্ত দুইবার এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন গলফার সিদ্দিকুর রহমান। ২০১০ সালে জিতেছিলেন ব্রুনাই ওপেন। এর তিন বছর পর ২০১৩ সালে জিতেছিলেন হিরো ইন্ডিয়ান ওপেন। এছাড়াও পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত ১১ টি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন সিদ্দিকুর রহমান।

একক সাফল্যের পাশাপাশি ২০১৩ সালে গলফ বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন সিদ্দিকুর রহমান। ২০১৪ সালে ইউরো-এশিয়া কাপে এশিয়াকে প্রতিনিধিত্ব করেছিলেন সিদ্দিকুর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে নিয়ে বায়োপিক বানাবেন সৃজিত, ঘুরে গেলেন শের-ই-বাংলার প্রেসবক্স

সাকিবকে নিয়ে বায়োপিক বানাবেন সৃজিত, ঘুরে গেলেন শের-ই-বাংলার প্রেসবক্স

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার

ঢাকার বাইরে চার জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

ঢাকার বাইরে চার জেলায় হবে আন্তর্জাতিক স্টেডিয়াম

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে মামলা নেননি আদালত

পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে মামলা নেননি আদালত