অলিম্পিকে থাকছেন না শীর্ষ গলফ তারকা জন রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৭ জুলাই ২০২১
অলিম্পিকে থাকছেন না শীর্ষ গলফ তারকা জন রাম

দুইমাসের মধ্যে দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গলফ তারকা জন রাম। এ কারণেই টোকিও অলিম্পিকে অংশ নিতে পারছেন ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের শীর্ষ এ গলফার।

আন্তর্জাতিক গলফ ফেডারেশন জানিয়েছে, টোকিও উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এ গলফারের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। তাই আর টোকিওর বিমান ধরতে পারেননি জন রাম।

জন রাম এবং আদ্রি আরনাউসের স্পেন গলফ দলের হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার কথা ছিল। তবে জন রাম করোনা আক্রান্ত হওয়ায় গলফে স্পেনের একমাত্র প্রতিনিধি আদ্রি আরনাউস। জন রামের পরিবর্তে স্পেন দলে কেউ যোগ দিবেন না।

এর আগে চলতি বছরের ৫ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন জন রাম। সুস্থ হয়ে মাঠে ফেরার ইউএস ওপেনে শিরোপা জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জিতেই অলিম্পিকে আসার কথা ছিল তার।

বুধবার (২৮ জুলাই) মাঠে গড়াবে চলতি অলিম্পিকের গলফ ইভেন্ট। শীর্ষ তারকা ছাড়াই মাঠে গড়াবে এবারের ইভেন্ট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিকে ১৩ বছর বয়সী জাপানি কন্যার চমক

অলিম্পিকে ১৩ বছর বয়সী জাপানি কন্যার চমক

অলিম্পিকে আবারও ইসরায়েলকে বয়কট

অলিম্পিকে আবারও ইসরায়েলকে বয়কট

অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

অলিম্পিকের নতুন ইভেন্টে সোনা জিতলো জাপান

অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই উইম্বলডন জয়ীর বিদায়

অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই উইম্বলডন জয়ীর বিদায়