ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গলফার টাইগার উডস। তার বাঁ-পায়ে মারাত্মক জখম হয়েছে। লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। উডস নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দফতর এ তথ্য নিশ্চিত করেছে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের উদ্ধৃতি দিয়ে উডসের দুর্ঘটনায় খবর জানিয়েছে বিবিসিও। বলা হয়, অন্য কোনো গাড়ির সাথে সংঘর্ষ হয়নি। নিয়ন্ত্রণ হারিয়ে উডসের গাড়িই দুর্ঘটনার কবলে পড়ে গাছের সাথে ধাক্কা খায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উডসকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে লস অ্যাঞ্জেলসের অগ্নিনির্বাপনকারী দল এবং প্যারামেডিকরা। তারা জানিয়েছে, ‘জস অফ লাইফ’ পদ্ধতির সাহায্যে গাড়ির ভেতর থেকে উডসকে উদ্ধার করা হয়।
গলফ ডাইজেস্টকে উডসের এজেন্ট মার্ক স্টেইনবার্গ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর উডসের পায়ে অস্ত্রোপচার শুরু হয়।
গত মাসেই পঞ্চমবারের মতো পিঠে অস্ত্রোপচার হয়েছিল ৪৫ বছর বয়সী উডসের। ক্যারিয়ারে ১৫টিরও বেশি মেজর ট্রফি জিতেছেন তিনি।
এর আগে ২০০৯ সালেও গাছে ধাক্কা খেয়েছিল উডসের গাড়ি। সে বার অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তিনি।
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]