রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে প্রথম পর্ব শেষে ২৫তম স্থানে সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টে পারের চেয়ে তিন শট কম খেলেছেন বাংলাদেশি এ গলফার।
ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৫তম থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠেছেন বাংলাদেশের সিদ্দিকুর।
১০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বার ও যুক্তরাষ্ট্রের মিকাহ লরেন সিন।