সরে গেল ব্রাজিল, বিড করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও জাপান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১১ জুন ২০২০
সরে গেল ব্রাজিল, বিড করবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও জাপান

২০২৩ নারী ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড় থেকে সড়ে দাঁড়িয়েছে ব্রাজিল। তবে ৩২ দলের এ টুর্নামেন্টের আয়োজক হতে বিডে অংশ নিচ্ছে যৌথভাবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, কলম্বিয়া এবং জাপান। ২৫ জুন (বৃহস্পতিবার) ফিফা ভোটের মাধ্যমে স্বাগতিক দেশের নাম ঘোষণা করবে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, প্রাণঘাতি করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে দেশটির সরকার স্বাগতিক হওয়ার বিডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্রাজিল কলম্বিয়াকে সমর্থন করবে।

সাম্প্রতিক সময়ে ব্রাজিল বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে। ২০১৪ বিশ্বকাপের পর ২০১৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস ব্রাজিলে অনুষ্ঠিত হয়। এরপর গত বছর আয়োজিত হয়েছে কোপা আমেরিকা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ মহামারিতে দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার আক্রান্তের পাশাপাশি মৃত্যুবরণ করেছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের ঘরোয়া ফুটবল শুরুর তারিখ চূড়ান্ত

ভারতের ঘরোয়া ফুটবল শুরুর তারিখ চূড়ান্ত

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

কলকাতার জবাব কি দিতে পারবে ঢাকার ফুটবল দর্শক

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

অক্টোবরে মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত

কাতার বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম প্রস্তুত