মেসির সঙ্গী হতে পারে ১৬ বছরের ফাবিয়ান লুজ্জি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১১ জুন ২০২০
মেসির সঙ্গী হতে পারে ১৬ বছরের ফাবিয়ান লুজ্জি

রায়ো ভায়োকানোর ১৬ বছর বয়সী ফরোয়ার্ড ফাবিয়ান লুজ্জিকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। ২০১৯-২০ মৌসুমের দ্বিতীয়ার্ধে রায়োর প্রথম দলের সাথে অনুশীলন করেছেন স্প্যানিশ অনুর্ধ্ব-১৬ দলের এই ফরোয়ার্ড।

ইতোমধ্যেই তাকে স্পেনের অন্যতম প্রতিভাবান তরুণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। একাডেমির খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই খেলোয়াড় গত সাড়ে চার বছর ধরে রায়োতে আছেন। যে কয়টি ম্যাচ খেলেছেন তাতে সবসময়ই তিনি সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

রায়ো অবশ্য জানিয়েছে, তারা লুজ্জিকে দলে ধরে রাখতে চায়। তার সাথে নতুনভাবে চুক্তিরও প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত লুজ্জির পক্ষ থেকে কোন জবাব আসেসি।

এদিকে বার্সেলোনা ইতোমধ্যেই লুজ্জির ব্যপারে আলোচনা অনেকটাই এগিয়ে ফেলেছে। পুরো বিষয়টিতে সতর্ক দৃষ্টি রাখছে রিয়াল মাদ্রিদ ও এ্যাথলেটিকো মাদ্রিদ। শুধুমাত্র লুজ্জি নন, রায়োর তরুণ সেন্টার-ব্যাক মার্টিন পাসকলের জন্য আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা মৌসুমেও দেওয়া হবে গোল্ডেন বুট

করোনা মৌসুমেও দেওয়া হবে গোল্ডেন বুট

পিএসজি ‘ছাড়ছেন’ থিয়াগো সিলভা

পিএসজি ‘ছাড়ছেন’ থিয়াগো সিলভা

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

ফুটবলে অধিক সংখ্যক কৃঞ্চাঙ্গ কোচ চান স্টার্লিং

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ

সেপ্টেম্বরে শুরু হতে পারে নারীদের ফুটবল লিগ