প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ইউরোপ জুড়ে বিভিন্নভাবে শীর্ষ লিগগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ক্ষতিগ্রস্তের মাঝেও এবারের মৌসুমেও ইউরোপীয়ান গোল্ডেন বুট প্রদান করা হবে।
ফরাসি লিগ ওয়ান মৌসুম শেষের আগেই বাতিল ঘোষণা করায় কিলিয়ান এমবাপে ও উইসাম বেন ইয়োডার তাদের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পাননি। তারপরও এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
পুরস্কারের তালিকা থেকে ছিটকে পড়া এমবাপে ও বেন ইয়েডারের অনুপস্থিতিতে শীর্ষ তিনে থাকা চারজনের মধ্যে তিনজনের সামনেই সুযোগ এসেছে নিজেদের আরও এগিয় নেওয়ার। তিনজন ইতোমধ্যেই নিজেদের লিগ বুন্দেসলিগায় খেলা শুরু করেছে।
বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লিওয়ানোদোস্কি সর্বোচ্চ ৩০ গোল করে এ পুরস্কারের জন্য নিজেকে ফেবারিট করে তুলেছেন। পোলিশ এই তারকার পরে সিরো ইমোবিলে রয়েছেন দ্বিতীয় স্থানে। সিরি-এ মৌসুম শুরু হওয়ার পর তার সামনে সুযোগ আছে লিওয়ানোদোস্কিকে ছাড়িয়ে যাওয়ার।
এছাড়া লা লিগায় ১৯ গোল করে শীর্ষে রয়েছে লিওনেল মেসি। তবে পঞ্চম স্থানে থাকা জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পর তার অবস্থান ষষ্ঠ।
গত ১০ বছরে সর্বোচ্চ ছয়বার গোল্ডেন বুট পুরস্কার জয় করেছেন মেসি, আর রোনালদো জিতেছেন তিনবার।
শীর্ষ দশজন গোলদাতা
১. রবার্ট লিওয়ানোদোস্কি (বায়ার্ন মিউনিখ) : ৩০ গোলে ৬০ পয়েন্ট
২. সিরো ইমোবিলে (ল্যাজিও) : ২৭ গোলে ৫৪ পয়েন্ট
৩. টিমো ওয়ার্নার (আরবি লিপজিগ) : ২৫ গোলে ৫০ পয়েন্ট
৪. আর্লিং ব্রট হালান্ড (রেড বুল সালজবার্গ/বরুসিয়া ডর্টমুন্ড) : ১৬ গোলে (১.৫+১০x২) ৪৪ পয়েন্ট
৫. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস) : ২১ গোলে ৪২ পয়েন্ট
৬. লিওনেল মেসি (বার্সেলোনা) : ১৯ গোলে ৩৮ পয়েন্ট
৭. জেমি ভার্দি (লিস্টার সিটি) ১৯ গোলে ৩৮ পয়েন্ট
৮. কিলিয়ান এমবাপে (পিএসজি) ১৮ গোলে ৩৬ পয়েন্ট
৯. উইসাম বেন ইয়েডার (মোনাকো) : ১৮ গোলে ৩৬ পয়েন্ট
১০. শন উইসম্যান (উল্ফসবার্গ) : ২৩ গোলে (১.৫) ৩৪.৫ পয়েন্ট।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]