প্রীতি ম্যাচেও ছাড় দেয়নি আর্সেনাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৫ এএম, ০৯ জুন ২০২০
প্রীতি ম্যাচেও ছাড় দেয়নি আর্সেনাল

প্রাণঘাতি ভাইরাসে কোভিড-১৯ মহামারীর কারণে প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল আর্সেনাল। শনিবার (৭ জুন) এমিরেটস স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে করোনা পরবর্তী প্রীতি ম্যাচে চার্লটন অ্যাথলেটিককে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে।

করোনা পরবর্তী ১৭ জুন (বুধবার) থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের বাকি মৌসুম। তিন মাসের অনুপস্থিতির পর লিগকে সামনে রেখে চলতি সপ্তাহ থেকে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে প্রীতি ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় টায়ারের ক্লাব চার্লটনকে নিজেদের মাঠে শনিবার আতিথ্য দিয়েছিল গানার্সরা। যদিও মাঠে উপস্থিত ছিলেন না কোন দর্শক-সমর্থক। ক্লাব স্টাফরাও যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মাঠে উপস্থিত ছিলেন।

ম্যাচের বিরতির আগে গোল করে দলকে এগিয় দেন আলেক্সান্দার লাকাজেতে ও পিয়েরে-এমেরিক অবামেয়াং। প্রীতি ম্যাচ বলে কোন প্রকার ছাড়া দেয়নি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন আর্সেনালের একাডেমির খেলোয়াড় এডি এনকেইটাহ। এরপর শেষ গোলটি দিয়েছেন জো উইলক।

বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের নবম স্থানে রয়েছে আর্সেনাল। ১৭ জুন প্রথম দিনেই তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ও টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি।

এদিকে লিগ শুরু করার আগে ষষ্ঠ ধাপে সদ্য পরিচালিত পরীক্ষায় কোন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯’র অস্তিত্ব পাওয়া যায়নি। বৃহস্পতিবার ও শুক্রবার সর্বমোট ১১৯৫ জন খেলোয়াড় ও স্টাফের মধ্যে এ পরীক্ষা পরিচালিত হয়। এর আগের ধাপের পরীক্ষায় ১৩টি পজিটিভ এসেছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

নাগোয়া গ্রাম্পাসের গোলরক্ষকের করোনা পজিটিভ

নাগোয়া গ্রাম্পাসের গোলরক্ষকের করোনা পজিটিভ

তিন জোনে ভাগ হচ্ছে প্রিমিয়ার লিগের ভেন্যু

তিন জোনে ভাগ হচ্ছে প্রিমিয়ার লিগের ভেন্যু

অনুশীলনে ফিরেছেন মেসি, পুরোপুরি ফিট সুয়ারেজ

অনুশীলনে ফিরেছেন মেসি, পুরোপুরি ফিট সুয়ারেজ

প্রিমিয়ার লিগে নতুন করোনা পজিটিভ নেই

প্রিমিয়ার লিগে নতুন করোনা পজিটিভ নেই