প্রিমিয়ার লিগে নতুন করোনা পজিটিভ নেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৬ এএম, ০৮ জুন ২০২০
প্রিমিয়ার লিগে নতুন করোনা পজিটিভ নেই

প্রাণঘাতি করোনাভাইরাস পরবর্তী প্রিমিয়ার লিগের বাকি মৌসুম শুরু হচ্ছে ১৭ জুন (বুধবার)। করোনাকে দূরে সরিয়ে লিগ শুরু করার পরিকল্পনা করা হলেও এখনো এই ভাইরাসকে নিয়ে বড় শঙ্কা রয়েছে। তবে আশা কথা হলো, শনিবার (৬ জুন) পর্যন্ত ইংলিশ ফুটবলে আর কোন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েনি।

বৃহস্পতি ও শুক্রবার ষষ্ঠবারের মতো এবার সর্বমোট ১১৯৫ জন খেলোয়াড় ও স্টাফের ওপর এই পরীক্ষা চালানো হয়। তবে সবার ফল নেগেটিভ এসেছে। লিগের এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রিমিয়ার লিগের ক্লাব ও স্টাফদের মধ্যে সব মিলিয়ে এখন পর্যন্ত করা ৬২৭৪টির পরীক্ষার মধ্যে ১৩টি পজিটিভ কেস ধরা পড়েছে। প্রতি সপ্তাহে দুইবার করে এই পরীক্ষা চালিয়ে যাওয়া হবে বলে লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে করোনার পরবর্তীকালে ফুটবল ফেরানোর পাশাপাশি খেলোয়াড় পরিবর্তনে নতুন নিয়ম চালু হচ্ছে। আর তা হলো- করোনার পরবর্তী সময়ে মাঠে ফুটবল ফেরানোর পর খেলোয়াড়দের সুরক্ষার তাগিদে খেলোয়াড় বদলির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

৩০ বছর পর শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল

৩০ বছর পর শিরোপার দ্বারপ্রান্তে লিভারপুল

বদলি ফুটবলারের সংখ্যা বাড়ালো প্রিমিয়ার লিগ

বদলি ফুটবলারের সংখ্যা বাড়ালো প্রিমিয়ার লিগ

অর্থ আর স্বাস্থ্যের লড়াইয়ে মাঠে ফিরছে ফুটবল

অর্থ আর স্বাস্থ্যের লড়াইয়ে মাঠে ফিরছে ফুটবল

মাঠে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় লিগ প্রধান

মাঠে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় লিগ প্রধান