করোনা মহামারি কাটিয়ে লা লিগা শুরু হতে এক সপ্তাহেরও কম সময় বাকি রয়েছে। এর মধ্যে লা লিগার ২৮তম রাউন্ডের দুটি ম্যাচের শুরুর সময়সীমা পরিবর্তন করা হয়েছে।
এস্পানিওল বনাম আলাভেস এবং এ্যাথলেটিক ক্লাব বনাম এ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচ দুটি ১৩ ও ১৪ জুন স্থানীয় সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সময় অনুযায়ী ম্যাচ দুটিকে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
নতুন সূচি অনুযায়ী ১৩ জুন (শনিবার) দুপুর ২টায় এস্পানিওল ও আলাভেস এবং ১৪ জুন (রোববার) একই সময় এ্যাথলেটিক ক্লাব বনাম এ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
এছড়া দ্বিতীয় টায়ারের দুটি ম্যাচের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৩ জুন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় লাস পালমাস বনাম জিরোনা এবং একই দিন রাত সাড়ে ৯টায় রিয়াল জারাগোজা বনাম আলকনকনের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাসের কারণে গত মার্চে স্থগিত করা হয়েছিল লা লিগার মৌসুম। সে সময় বাকি ছিল শেষ ১১ রাউন্ডের খেলা। করোনার প্রকোপ কমতে শুরুর করায় মাঠে ফুটবল ফেরাচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
লিগের বাকি খেলাগুলো ২৫ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্প্যানিশ সরকার। ফলে সোমবার (৮ জুন) থেকে পুনরায় শুরু হচ্ছে স্প্যানিশ ফুটবল লিগ, লা লিগা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]