বেসরকারি খাতে পরিচ্ছন্নকর্মী বা বাবুর্চির কাজ করে এমন নিম্নবিত্ত মানুষের জন্য জরুরী ভিত্তিতে অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে ব্রাজিল সরকারের পক্ষ থেকে। আর সেখানে আবেদনের তালিকায় দেখা যায় পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের নাম।
শুধু নামই নয় মিল আছে জন্মতারিখ আর আইডি নাম্বারও। তবে বিষয়টি ভুলবশত ঘটেছে বলে স্থানীয় একটি গণমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
নিউজ সাইট ইউওএল এর রিপোর্টে বলা হয়, ফেডারেল সরকারের অর্থ প্রদানের রেজিস্টারে প্যারিস সেন্ট জার্মেই তারকার নাম ও জন্ম তারিখও লেখা রয়েছে। পরিচ্ছন্ন কর্মী বা বাবুর্চির কাজ করে এমন মানুষের জন্য জরুরী ভিত্তিতে এই অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ করোনা মাহামারির সময় ঘরে অবস্থানের কারণে তাদের আয় রোজগারের পথ রুদ্ধ হয়ে গেছে।
বিশ্বের সর্বাধিক ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেওয়া নেইমার এই বছর ক্লাবটি থেকে আয় করেছেন ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। রিপোর্টে বলা হয়, নেইমারের নামে আবেদনকৃত দরখাস্তটি প্রাথমিক ভাবে অনুমোদন পেয়েছিল। সেই অনুযায়ী অর্থ প্রদানের সিদ্ধান্তও চূড়ান্ত হয়। কিন্তু চূড়ান্ত বাছাইয়ে সেটি বাতিল হয়।’
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপিকে কোন মন্তব্য করতে রাজি হননি এই ফুটবল তারকার মুখপাত্র। তবে রিপোর্টে বলা হয়, এটি নিশ্চিত যে নেইমার এমন আবেদন করতে পারেন না। তবে কে বা কারা যেন এই কান্ডটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।’
ফরাসি লিগে ঘর বানানো ২৮ বছর বয়সী নেইমার বর্তমানে নিজ দেশ ব্রাজিলে রয়েছেন। রিও ডি জেনিরোর অদূরে মাঙ্গারাতিবার একটি বিলাসবহুল রিসোর্ট টাউনে সময় কাটাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]