করোনার পরবর্তীকালে ফুটবল ফেরানোর পাশাপাশি খেলোয়াড় পরিবর্তনে নতুন নিয়মের আবেদন করেছিল ফুটবলের আন্তর্জাতিক আইন-নির্ধারকরা। যা অনুমোদন দিয়েছে ক্লাবগুলো।
করোনার পরবর্তী সময়ে মাঠে ফুটবল ফেরানোর পর খেলোয়াড়দের সুরক্ষার তাগিদে খেলোয়াড় পরিবর্তনের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেছিল ফুটবলের আন্তর্জাতিক আইন-নির্ধারকরা। এমন প্রস্তাবকে সামনে রেখে বৈঠক করে ক্লাবগুলো।
অবশেষে খেলোয়াড় পরিবর্তন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দেয় ক্লাবগুলো। নতুন নিয়ম অনুযায়ী তিনজন নয় বরং পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে ক্লাবগুলো। এর সাথে দলগুলো সাত জনের পরিবর্তে নয়জন বিকল্প খেলোয়াড়ের নাম দিতে পারবে।
যদিও প্রতিটি দল পাঁচজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে, তবুও খেলায় বাধাকে হ্রাস করতে প্রতিটি দল এখনও পুরো ম্যাচ জুড়ে তিনটি পরিবর্তন করার সুযোগ থাকবে।
দীর্ঘ তিন মাস পর ১৭ জুন থেকে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। আসন্ন লিগকে সামনে রেখে ইতোমধ্যে পুরোদমে অনুশীলন শুরু করেছে ক্লাবের খেলোয়াড়েরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]