পর্তুগালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ এএম, ০৫ জুন ২০২০
পর্তুগালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল!

করোনাভাইরাসের কারণে এবার পরিবর্তন আসছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যুতে। এবার পর্তুগালের মাটিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌসা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬’র রাউন্ড এখনও শেষ হয়নি। তার আগেই করোনার কারণে তা বন্ধ হয়ে যায়। বিভিন্ন সূত্রমতে জানা গেছে, দেরিতে হলেও চ্যাম্পিয়নস লিগে খেলা শুরু হবে এবং কোয়ার্টার ফাইনালসহ ফাইনাল পর্তুগালের মাঠে আয়োজিত হতে পারে।

এ সম্পর্কে রেবেলো বলেছেন, ‘আশা করছি আগস্টে পর্তুগালে আন্তর্জাতিক ফুটবলের কিছু সুসংবাদ আমরা পেতে পারি।’

বুধবার (৩ জুন) থেকে পর্তুগালের ঘরোয়া ফুটবল মাঠে গড়িয়েছে। কিন্তু রেবেলো জানিয়েছেন এখনই দর্শকদের ব্যাপারে তিনি কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না। এক্ষেত্রে তাড়াহুড়া করাটা ঠিক হবে না।

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তুরষ্কের ইস্তাম্বুলের আতার্তুক অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সূচিতে পরিবর্তন আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

ফুটবলে শেষ হতে যাওয়া সবধরনের চুক্তি নিয়ে সমস্যা

ফুটবলে শেষ হতে যাওয়া সবধরনের চুক্তি নিয়ে সমস্যা

নির্বাসিত জীবন শেষে কোচের দায়িত্বে ফিরছেন পাপিন

নির্বাসিত জীবন শেষে কোচের দায়িত্বে ফিরছেন পাপিন