করোনায় বন্ধ হয়ে যাওয়া ইউরোপের শীর্ষ লিগগুলোর সবক’টি মৌসুম শেষ হতে নির্ধারিত সময়ের তুলনায় বেশি সময় লাগবে। সে কারণে ফিফা খেলোয়াড়দের চুক্তি সংক্রান্ত আইনে কিছুটা পরিবর্তিত করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইনানুযায়ী যাদের চুক্তি ৩০ জুন শেষ হবে চাইলে তারা সেই চুক্তি মৌসুমের শেষ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন।
ক্লাব এবং খেলোয়াড়দের ইচ্ছার ওপরই মূলত এটা নির্ভর করবে। সব খেলোয়াড়দের ক্ষেত্রে অবশ্য এ চুক্তির শর্ত একই থাকবে না। চুক্তি বাড়ানোর ক্ষেত্রে খেলোয়াড় ও ক্লাবের ব্যক্তিগত সমঝোতা মূখ্য ভূমিকা পালন করবে।
লা লিগায় বিশেষ করে ধারে খেলতে আসা খেলোয়াড়দের নিয়ে একটি কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধারের চুক্তিগুলো বৃদ্ধি করার বিষয়টি অনেকটাই নির্ভর করছে যারা ধার করেছে তাদের ওপর। খেলোয়াড়দের ইচ্ছাও অবশ্য এখানে প্রাধান্য দেওয়া হবে।
বেশিরভাগ ক্ষেত্রে কোন সমস্যা ছাড়াই এ চুক্তিগুলো বৃদ্ধি করা গেলেও অনেক মূল ক্লাবই ধারের টাকা বৃদ্ধির বিষয়টি সামনে নিয়ে এসেছে। এ ক্ষেত্রে যে ক্লাব থেকে খেলোয়াড়রা ধারে খেলতে এসেছে তাদের কাছে ফেরত পাঠানোরও কোন অর্থ নেই। কারণ, কোন লিগই ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে না।
চুক্তির ব্যাপারে ছোট ক্লাবগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেশিরভাগ বড় ক্লাবই খেলোয়াড়দের সাথে দীর্ঘ মেয়াদী চুক্তি করে থাকে। অনেক ছোট ক্লাবেরই বেশিরভাগ খেলোয়াড়ের চুক্তি ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে আবার অনেকেই ধারে খেলতে এসেছে। এ সমস্ত খেলোয়াড় তাদের নতুন ঠিকানা স্থায়ী করতে চাইছে।
এ সমস্যা শুধুমাত্র স্পেনেই নয়, জার্মান বুন্দেসলিগায় ৩০ জুনের আগে খেলোয়াড়দের চুক্তি নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো ইতোমধ্যেই এ ধরনের চুক্তিগুলোকে নবায়ন করে নিয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]