নির্বাসিত জীবন শেষে কোচের দায়িত্বে ফিরছেন পাপিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ এএম, ০৫ জুন ২০২০
নির্বাসিত জীবন শেষে কোচের দায়িত্বে ফিরছেন পাপিন

দীর্ঘ ১০ বছর নির্বাসিত থাকার পর ফ্রান্সের চতুর্থ বিভাগের একটি ক্লাবের কোচ হিসেবে ফের ফুটবলে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সাবেক ব্যালন ডি’ওর খেতাব জয়ী জিন-পিয়েরে পাপিন। মঙ্গলবার (২ জুন) ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ফ্রান্সের ৫৬ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার স্ট্রসব্রোর কোচের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১০ সালে তিনি কোচের দায়িত্বে ছিলেন চেটারক্সের। এরপর বিইন স্পোর্টসে তিনি ফুটবল ধারাভাষ্যকারের কাজ করেছেন।

পাপিন বলেন, ফুটবলে কী হচ্ছে খুব দ্রুতই আপনি ভুলে যাবেন। আপনি যদি এই বলয়ে থাকার পর এবং সেখান থেকে চলে যান তাহলে ফিরে আসা বেশ কঠিন।

১৯৯১ সালে ব্যালন ডি’ওর পুরস্কার পান মার্সেই’র এই গোল মেশিন হিসেবে আখ্যা পাওয়া পাপিন। এছাড়া এসি মিলান ও বায়ার্ন মিউনিখেও খেলেছেন তিনি। ফ্রান্স জাতীয় ফুটবল দলের হয়ে ৫৪ ম্যাচে অংশ নিয়ে ৩০টি গোল করেছেন পাপিন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাটট্রিক উদযাপনে কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি

হ্যাটট্রিক উদযাপনে কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবি

সানচোর হ্যাটট্রিকে ডর্টমুন্ডের গোল উৎসব

সানচোর হ্যাটট্রিকে ডর্টমুন্ডের গোল উৎসব

চ্যাম্পিয়ন্স লিগের নতুন তারিখ নিয়ে আশাবাদী ইস্তাম্বুল

চ্যাম্পিয়ন্স লিগের নতুন তারিখ নিয়ে আশাবাদী ইস্তাম্বুল

মাঠে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় লিগ প্রধান

মাঠে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় লিগ প্রধান