খেলোয়াড় ও কর্মকর্তা মিলিয়ে মোট ২৫ ব্যক্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ইউক্রেনের প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব কারপাতি এলভিবের। ২৫ জনকেই কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ক্লাবটি।
ক্লাবটির সদস্যরা কমপক্ষে গত দুই সপ্তাহ কোয়ারেন্টাইন পালন করছে এবং নতুন করে এই সময় ক্লাবের সব খেলোয়াড়, কর্মচারী ও কর্মকর্তারা ব্যক্তিগত আইসোলেশনে থাকছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। স্থগিত করা হয়েছে অনুশীলন। আর এর ফলে মধ্য জুনে ক্লাবটির যে দুটি ম্যাচ নির্ধারিত ছিল তা বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের ৬৫ জন খেলোয়াড় ও কর্মচারীর দেহে করোনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট পাওয়ার পরপরই রোববার (৩১ মে) পূর্বনির্ধারিত ম্যাচ বাতিল করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আক্রান্তদের অধিকাংশেরই কোন লক্ষণ নেই।
উল্লেখ্য,করোনার সংক্রমণের লকডাউনের পর গত সপ্তাহে রুদ্ধদ্বার স্টেডিয়ামে পুনরায় ফুটবল শুরু করেছে ইউক্রেন। মঙ্গলবার (২ জুন) দেশটিতে সর্বমোট ২৪,৩৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এবং এ পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে ৭২৭ জন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]