করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল মাঠের ফুটবল। করোনা পরবর্তী সময়ে মাঠে ফুটবল ফেরাতে চেষ্টার কমতি রাখছে না লা লিগা কর্তৃপক্ষ। এমন সময়ে খেলা ফেরানোতেও আছে যথেষ্ট শঙ্কা। খেলতে গিয়েও সম্ভবনা থাকছে করোনায় আক্রান্ত হওয়ার।
আর তাই তো লিগ শুরু করার আগে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে লা লিগার সবগুলো ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের। আর তাতে বার্সেলোনার পাঁচ ফুটবলারের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছিল বলে দাবি করেছে স্পেনের রেডিও চ্যানেল আরএসিওয়ান। তবে তা প্রকাশ করেনি বার্সেলোনা।
শুধু পাঁচ ফুটবলারই নয় দু'জন সাপোর্ট স্টাফেরও করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল বলে দাবি রেডিও চ্যানেলটির। করোনা পরবর্তী সময়ে মেসিদের মাঠে ফেরার আগেই এমন চাঞ্চল্যকর খবরে কিছুটা হলেও চিন্তার ভাঁজ হতে পারে লিগ কর্তৃপক্ষের।
তাদের মতে, ওই পাঁচ ফুটবলারেরই কোনও উপসর্গ ছিল না। পরে রিপোর্ট নেগেটিভ আসার পরই অনুশীলনে যোগ দেন তারা। পুরো বিষয়টি বার্সেলোনার তরফ থেকে গোপন করা হয়েছিল। মে মাসের শুরুতে লা লিগা কর্তৃপক্ষের তরফ থেকে ফুটবলারদের যে টেস্ট করা হয়েছিল, তাতেই বার্সার পাঁচ ফুটবলারের করোনা ধরা পড়েছিল বলে খবর। তবে কোন পাঁচ ফুটবলারের করোনা সংক্রমণ হয়েছিল, তা জানাতে পারেনি রেডিও চ্যানেলটি।
চাঞ্চল্যকর খবর সামনে আসার পর ফুটবল বিশ্বে শোরগোল পরে গেলেও, মুখে কুলুপ বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের। ১৩ জুন রিয়াল মায়োরকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে লা লিগায় মাঠে ফিরছেন মেসিরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]