প্রাণঘাতি করোনা সঙ্কট কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ১৭ জুন (বুধবার)। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এবার ২০ জুন (শনিবার) থেকে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হচ্ছে ইংল্যান্ডের দ্বিতীয় টায়ারের চ্যাম্পিয়নশীপ। লিগ অফিসিয়াল ও ক্লাবগুলো এ বিষয়ে একমত পোষণ করেছে।
প্রিমিয়ার লিগের পর ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) তিন বিভাগে ভাগ করে পরিচালিত হয়। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ২০ জুন থেকে চ্যাম্পিয়নশীপ শুরু করার আশা করছে ইএফএল কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে তারা বলছে, ‘সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পরই এ ঘোষণা দেওয়া হয়েছে। আপাতত ২০ জুন চ্যাম্পিয়নশীপ শুরু একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। সরকার প্রণীত সব নীতিমালা মেনে প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হলেই কেবলমাত্র চ্যাম্পিয়নশীপ পুনরায় চালু করা হবে।
ক্লাবগুলোকেও নিজেদের হোম গ্রাউন্ড প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জুলাই প্লে-অফ ফাইনালের মধ্য দিয়ে এ চ্যাম্পিয়নশীপ শেষ করার আশা করছে ইএফএল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]