প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তনের লক্ষ্যে লিভারপুল স্কোয়াডের দলবদ্ধ অনুশীলনে ফেরার ঘটনা কোচ জার্গেন ক্লপের কাছে একটি ‘বিশাল অনুপ্রেরণা’ বলে মন্তব্য করেছেন তিনি।
আগামী ১৭ জুন থেকে মাঠে নামার অপেক্ষা করছে শীর্ষ স্থানীয় ইংলিশ ক্লাবগুলো। এর আগে করোনাভাইরাসের লকডাউন শেষে কয়েক সপ্তাহ দলবদ্ধ অনুশীলনের সুযোগ পাচ্ছে ইংলিশ ক্লাবগুলো। লকডাউনের ওই সময়টা হতাশার উল্লেখ করে ক্লপ বলেন, মার্চে করোনা মহামারীর কারণে যখন খেলা বন্ধ হয়ে গিয়েছিল তখন শিরোপা থেকে মাত্র দুই ম্যাচের জয় থেকে দুরত্বে ছিল তার দল।
লিভারপুলের ওয়েবসাইটকে ক্লপ বলেন,‘ যখন থেকে আমরা ফুটবল খেলা শুরু করেছি তারপর কখনও এক টানা নয় সপ্তাহ অনুশীলন ছাড়া কাটাইনি। এটা কিছুটা অন্য রকম ব্যাপার তবে আকর্ষনীয়ও বটে। আমরা বর্তমান পরিস্থিতি উপভোগ করেছি। এটি আসলেই দারুণ ব্যাপার। সত্যিকার অর্থে দলবদ্ধভাবে এই এক বা দুই ঘন্টা কাটানোর এই ঘটনা আমাদের মধ্যে আলাদা অনুভুতি এনে দিয়েছে। এখন কম্পিউটার বা অন্য কোন মাধ্যমের সহায়তায় নয়, আপনি সরাসরি মাঠের সান্নিধ্য পাচ্ছেন। এর অনুভুতি চমৎকার। এটি বিশাল একটি অনুপ্রেরণা।’
বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ২৫ পয়েন্টের ব্যবধান পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা অনেকটাই দখলে নিয়ে রেখেছে ক্লপের শিষ্যরা। এখন পুনরায় খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শিরোপা স্পর্শ করতে পারবে তারা।
নতুন সূচিতে এভারটনের বিপক্ষে মার্সি সাইড ডার্বি দিয়ে মাঠের লড়াইয়ে নামবে রেডরা। আর ওই ম্যাচকে সামনে রেখে শিষ্যদের ফিটনেসে ফেরানোর দিকে মনোযোগ দিয়েছেন ক্লপ।
তিনি বলেন,‘ এখনই আমাদের সম্পুর্ন ফিট হয়ে যেতে হবে তা নয়। দিনে দিনে ক্রমান্বয়ে আমাদেরকে সেটি ফিরে পাবার চেষ্টা করতে হবে। তবে ১৯ বা ২০তম দিনে গিয়ে আমাদেরকে অবশ্যই ফিট হয়ে যেতে হবে। ওই সময় মনে হয় এভারটনের মুখোমুখি হতে হবে আমাদের।’
sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]