করোনাভাইরাসের লকডাউনে প্রায় দুই মাস নির্বাসিত থাকার পর মাঠে ফিরলো হাঙ্গেরীয় ফুটবল দর্শকরা। একই সঙ্গে ইউরোপের প্রথম কোন দেশ হিসেবে মাঠে দর্শক উপস্থিতিতে খেলার আয়োজন করলো হাঙ্গেরীয়া।
হাঙ্গেরীয় ফুটবল এসোসিয়েশন (এমএলএসজেড) ২৮ মে (বৃহস্পতিবার) মাঠে দর্শক উপস্থিতির সিদ্ধান্ত গ্রহণ করে। মার্চে লকডাউন শুরুর পর এই প্রথম রুদ্ধদ্বার স্টেডিয়ামের পরিবর্তে দর্শক উপস্থিতিতে খেলা পরিচালনা করেছে দেশটি।
মাঠে দর্শক থাকলেও সেখানে ছিল কঠোর নিয়ম। গ্যালারির প্রতি দ্বিতীয় সারিতে বসতে হবে দর্শকদের। তাও প্রতি চতুর্থ সিটে একজন করে দর্শক আসন গ্রহণ করতে পারবে।
মোজোকোভেস্ড এর বিপক্ষে ম্যাচটি উপভোগ করার জন্য ২ হাজার ২৫৫ জন দর্শক উপস্থিত ছিল। শনিবার (৩০ মে) উত্তরাঞ্চলীয় মিসকোলিক শহরে ডিয়সগিয়র ক্লাব স্টেডিয়ামের বাইরে মাঠে প্রবেশের আগে ক্লাবের সমর্থকরা জানান, আবারও মাঠে ফিরতে পেরে তারা খুশি।
sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]