মাঠে ফিরতে মুখিয়ে মার্সেলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ এএম, ০২ জুন ২০২০
মাঠে ফিরতে মুখিয়ে মার্সেলো

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে ফুটবলের সর্বোচ্চ আসরসহ সব ধরনের খেলাধুলা। তবে সব সঙ্কট কাটিয়ে আগামী ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগা আবারও মাঠে গড়াচ্ছে। সঙ্কট কাটিয়ে স্প্যানিশ লা লিগায় খেলার জন্য মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে মার্সেলো বলেন, ‘এত দীর্ঘ সময় মাঠের অনুশীলন ছাড়া থাকাটা আমাদের ক্যারিয়ারে কখনই হয়নি। সে কারণেই ফুটবল যখন থেকে বন্ধ হয়েছে খেলার আগ্রহ তখন থেকেই শুরু হয়ে গেছে। এখন আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। সাধারণত এই ধরনের পরিস্থিতি একজন ফুটবলারের জন্য মোটেই স্বাভাবিক নয়।

আমাদের অবশ্যই এর থেকে ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এই ধরনের নিয়মের সাথে এখন আমরা মানিয়ে নিয়েছি। আমরা সবাই সুস্থ আছি। ছন্দ ফিরে পেতে অনুশীলনও বেশ ভাল হচ্ছে। এতদিন ফুটবলের স্পর্শ ছাড়া থাকলে কিছুটা অসুবিধা হওয়ারই কথা। এখন আমরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

ইতোমধ্যেই শুক্রবার (২৯ মে) স্প্যানিশ হাই কোর্ট অব স্পোর্টস ঘোষণা দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার মৌসুম শুরু করার পরিকল্পনার সাথে তারা একমত পোষণ করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ১১ জুন থেকে মৌসুম পুনরায় শুরু করার কথা রয়েছে, শেষ হবে ১৮-১৯ জুলাই।

করোনার কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে রিয়ালের হয়ে মার্সেলো ১৮টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ১০টি ছিল লা লিগায়।

sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মৌসুমের শেষ পর্যন্ত বেতন কর্তনে রাজি বায়ার্নের খেলোয়াড়েরা

মৌসুমের শেষ পর্যন্ত বেতন কর্তনে রাজি বায়ার্নের খেলোয়াড়েরা

ইকার্দির সাথে চুক্তি স্থায়ী করলো পিএসজি

ইকার্দির সাথে চুক্তি স্থায়ী করলো পিএসজি

লেভানডোভস্কির জোড়া গোলে বায়ার্নের গোল উৎসব

লেভানডোভস্কির জোড়া গোলে বায়ার্নের গোল উৎসব

মাঠে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় লিগ প্রধান

মাঠে সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে চায় লিগ প্রধান