বুন্দেসলিগায় ঘরের মাঠে ডুসেলডর্ফের বিরুদ্ধে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির জোড়ো গোলে ডুসেলডর্ফের বিরুদ্ধে ৫-০ গোলের ব্যবধানে জয় লাভ করে বায়ার্ন।
শনিবার (৩০ মে) ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন। শুরুর ১৫ মিনিটে ম্যাথিয়াস জার্গেনসনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। আত্মঘাতী গোলের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ২৯ মিনিটে ডুসেলডর্ফের জালে বল জড়ান পাভার্ড।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান ৩-০ করে বায়ার্ন। ৪৩ মিনিটে গোলটি আসে স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির পা থেকে। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতি থেকে ফেরার ৫ মিনিটের মাথায় দলের চতুর্থ গোল ও নিজের জোড়া গোল করেন লেভানডোভস্কি। তার ২ মিনিট বাদেই ৫০তম মিনিটে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন ডেভিস। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
ম্যাচ শেষে লেভানডোভস্কি বলেন, ‘বায়ার্নকে ম্যাচ জেতাতে পেরে ভালো লাগছে। ডুসেলডর্ফকে হারিয়ে ডর্টমুন্ডের চেয়ে দশ পয়েন্টের ব্যবধান গড়েছি। সেটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ।’ ফরাসি রাইট ব্যাক পাভার কথায়, ‘রক্ষণের খেলোয়াড় হলেও গোল করতে পছন্দ করি।’
ঘরের মাঠে ৫-০ জেতার ফলে লিগ তালিকায় শীর্ষেই থাকল বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১০ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিল লেভানডোভস্কির দল।
sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]