বিশ্বের সবচেয়ে দামী ক্লাব হিসেবে পরিচিত ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিন্ত তাদের মাঝে কে সবার শীর্ষে? রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা নকি অন্য কেউ। ফুটবলপ্রেমীদের মাথায় সবসময়ই এমন প্রশ্ন ঘুরপাক খায়।
ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে পিছনে ফেলে এখনও বিশ্বের সবচেয়ে দামী ক্লাব হিসেবে নিজেদের স্থান অক্ষুন্ন রেখেছে রিয়াল মাদ্রিদ। কেপিএমজি ফুটবল বেঞ্চমার্ক ২০২০’র ক্লাব পর্যালোচনা রিপোর্টের সূত্র ধরে জানা গেছে, ইউরোপীয়ান লিগের ৫০টি এলিট ক্লাবের মধ্যে এই তালিকায় শীর্ষে রয়েছে মাদ্রিদ।
এই তথ্য অবশ্য পাঁচ মাস আগের ডাটা থেকে সংগ্রহ করা হয়েছে। সে কারণে করোনার মহামারীর প্রভাব এখানে পড়েনি। যদিও কেপিএমজি’র আঞ্চলিক স্পোর্টস প্রধান আন্দ্রে সার্তোরি স্বীকার করেছেন করোনা কারণে ক্লাবগুলোর মূল্য অবশ্যই প্রভাবিত হবে।
২০১৮-১৯ মৌসুমে বেশ কিছু বাজে পারফরমেন্স সত্ত্বেও স্প্যানিশ জায়ান্টরা তাদের পজিশন ধরে রেখেছে। যদিও ২০১৬ থেকে ২০১৮ মৌসুম পর্যন্ত তারা ইউরোপীয়ান ফুটবলে আধিপত্য দেখিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী লস ব্ল্যাঙ্কোসদের চলতি মৌসুমে মূল্য ছিল ৩৪৭৮ মিলিয়ন ইউরো। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের মূল্য ছিল ৩৩৪২ ইউরো ও বার্সেলোনার ৩১৯৩ মিলিয়ন ইউরো। গত এক বছরে মাদ্রিদের আট শতাংশ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]