করোনা সঙ্কট কাটিয়ে পুনরায় ফুটবল শুরু হওয়ার পর প্রতিদিনই লা লিগার ম্যাচ অনুষ্ঠিত হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) একটি আইনি লড়াইয়ে জয়ী হয়ে এ অনুমতি লাভ করেছে।
গত গ্রীষ্ম মৌসুম থেকেই লা লিগার সাথে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সপ্তাহের অন্যান্য দিনের সাথে শুক্রবার ও সোমবারও ম্যাচ অনুষ্ঠানের ব্যপারে একটি ঠান্ডা লড়াই চলে আসছিল। অবশেষে সেই লড়াইয়ে জয়ী হয়েছে ফুটবল ফেডারেশন।
লা লিগার অভিযোগ, টেলিভিশন রাজস্বের একটি বড় অংশ কাটছাঁট করার জন্যই ফেডারেশন বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত গিয়েছে। আগস্টে আদালত থেকে শুক্রবার ম্যাচ আয়োজনের অনুমতি মিললেও সোমবার বন্ধ রাখা হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের রায় গেছে আরএফইএফ’র পক্ষে।
এ রায়ের পর ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এর ফলে করোনা পরবর্তী মৌসুম শেষ করতে আর কোন সমস্যায় পড়তে হবে না।
এদিকে লিগের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আদালতের রায়কে শ্রদ্ধা জানাচ্ছে, তবে এ রায়ের বিপক্ষেই সবসময় তাদের মত থাকবে। এমনকি রায়ের বিপক্ষে আপিলেরও ইঙ্গিত দিয়েছে।
লিগের দাবি, ম্যাচের তারিখ ও সময় নির্ধারণের সব এখতিয়ার শুধুমাত্র তাদেরই দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ফেডারশেন শুধুমাত্র সময়ের ব্যাপারে আপত্তি জানাতে পারে, কিন্তু দিনের ব্যপারে নয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]