আর্সেনালে ডেভিড লুইজের ভবিষ্যত নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৯ মে ২০২০
আর্সেনালে ডেভিড লুইজের ভবিষ্যত নিয়ে শঙ্কা

ফাইল ছবি

এবারের গ্রীষ্মেই ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড লুইজের সাথে গানার্সদের চুক্তি শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ক্লাবের পক্ষ থেকে এখনও মেয়াদ বৃদ্ধির কোন প্রস্তাব আসেনি। আর তাই তো ইংলিশ ক্লাব আর্সেনালে ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে লুইজের।

৩৩ বছর বয়সি লুইজ চেলসি ছেড়ে গত গ্রীষ্মে প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে ৮ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছিলেন। চুক্তির শর্তে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল।

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা অবশ্য লুইজকে দলে ধরে রাখতে আগ্রহী। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় লুইজ ৩২টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ছিল ১০টি প্রিমিয়ার লিগের ম্যাচ। ডিসেম্বরে আর্তেতা দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই লুইজ নিয়মিত ভাবে খেলার সুযোগ পেয়েছেন।

একটি সূত্র জানিয়েছে লুইজের ব্যাপারে ক্লাব এখনই চূড়ান্ত কোন সিদ্ধান্ত দিতে চাচ্ছেনা। বরং চুক্তির সময় শেষ হওয়ার কাছাকাছি গিয়ে তারা সিদ্ধান্ত নিবে। করোনার কারণে আর্থিক যে কয়টি ইংলিশ ক্লাব আর্থিক ক্ষতির মুখে পড়েছে তার মধ্যে আর্সেনালও একটি। সে কারণেই এখনই চুক্তির বিষয় কিছু বলতে চাচ্ছে না গানার্স কর্তৃপক্ষ।

ট্রান্সফার মার্কেটে এবার তাদের প্রথম লক্ষ চেলসির উইঙ্গার উইলিয়ান। তবে সব ট্রান্সফারই এবার ধারে করতে চায় ক্লাবটি। করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে আর্সেনাল খেলোয়াড়দের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড়রাও অবশ্য বিষয়টি মেনে নিয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে ফুটবল ফেরানোর অনুমতি দিলো অস্ট্রেলিয়া

মাঠে ফুটবল ফেরানোর অনুমতি দিলো অস্ট্রেলিয়া

সমর্থকদের ছাড়া শিরোপা জয় ‘অদ্ভূত’ ব্যাপার

সমর্থকদের ছাড়া শিরোপা জয় ‘অদ্ভূত’ ব্যাপার

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন ক্যাসেমিরো

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন ক্যাসেমিরো

জিদান-রোনালদোকে রোল মডেল মানছেন এমবাপে

জিদান-রোনালদোকে রোল মডেল মানছেন এমবাপে