সরকারের কাছ থেকে অনুশীলনের অনুমতি পাওয়ার পর একজন-দু’জন করে অনুশীলন শুরু করেছিল স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। সময় গড়ানোর সাথে সাথে বার্সার অনুশীলন ক্যাম্পও বড় হয়েছে। নিয়ম-নীতি শিথিল হওয়ায় এখন ১৪ জন খেলোয়াড় একসাথে অনুশীলনে করছে। আর তাদের কোচিং করাচ্ছেন কোচ সেতিয়েন।
সেতিয়েন দুই ভাগে ভাগ করে অনুশীলন করাচ্ছেন। এক অংশে রয়েছেন- লিওনেল মেসি, গেরাড পিকে, সার্জিয়ো বাসকুয়েটস, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিয়ো রবের্তো, আর্তুরো ভিদাল, আনসু ফাতি, রিকি পিগ ও রোনাল্ড আরাউজু, দুই গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন ও নেতো।
এছাড়া অন্য অংশে অনুশীলন করেছেন- নেলসন সেমেদো, ইভান রাকিটিচ, আর্থার মেলো, ক্লেমন্ত লংলে, আতোঁয়ান গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েট, ফ্রেঙ্কি ডি ইয়ং, জুনিয়র ফিরপো, অ্যালেক্স কোলাদো, মনচু ও ইনাকি পেনা।
প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে গত ৮ মে (শুক্রবার) থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেন মেসিরা। তবে মাঠের অনুশীলনের আগে ক্লাবের সকল খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]