মেসির উপর ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনা কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৬ মে ২০২০
মেসির উপর ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনা কোচ

ফাইল ছবি

খেলার ধরন না বদলালে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না। লিওনেল মেসির সাম্প্রতিক এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন বার্সেলোনার ম্যানেজার কিকে সেতিয়েন। তার মতে, মেসির এই মন্তব্যের ফলে বিতর্কের সূত্রপাত হয়েছে। তা ছাড়া বার্সেলোনা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা রাখে।

মার্চে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে নাপোলির বিরুদ্ধে ইতালিতে ড্র করেছিল বার্সেলোনা। কিন্তু তার পরে করোনার মহামারির কারণে ফিরতি পর্বের ম্যাচে ঘরের মাঠে খেলা হয়নি বার্সেলোনার। তার পরেই নতুন ম্যানেজারের ফুটবল দর্শন নিয়ে প্রশ্ন তোলেন মেসি। জানিয়ে দেন, বার্সেলোনা তার তত্ত্বাবধানে এখন যে ধরনের ফুটবল খেলছে, তাতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়।

সেতিয়েন তার পাল্টা জবাব দিতে স্পেনীয় প্রচার মাধ্যমে বলেন, ‍‘মেসির কথায় বিতর্কের সূত্রপাত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ আমরা জিততে পারি। এই বিশ্বাস আমাদের রয়েছে। তবে আমাদের খেলায় আরও উন্নতি দরকার। কিন্তু ট্রফি জয়ের জন্য দলের ক্ষমতা নিয়ে কোন প্রশ্ন উঠতে পারে না।’

উল্লেখ্য, মেসি যখন এই মন্তব্য করেছিলেন, তখন এও জানিয়ে দিয়েছিলেন, দলের দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন তার মনে নেই। কিন্তু সেতিয়েনের প্রশিক্ষণে বার্সার খেলার ধরন নিয়ে তিনি সন্তুষ্ট নন।

ওই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‍‘মনে হয়, দলের প্রশিক্ষক আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। শেষ ম্যাচে যে ছন্দে আমরা খেলেছিলাম তা দেখেই মনে হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমরা উপযুক্ত নই। দল নিয়ে আমার কোনও সন্দেহ নেই। চলতি মৌসুমে যে ট্রফি লড়াই বাকি রয়েছে, তাতেও আমরা জয়ী হতে পারি। কিন্তু যে ছন্দে শেষ ম্যাচ খেলেছি, সেভাবে বাকি ম্যাচ খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেছিলেন, ‍‘‍শ্রদ্ধেয় ব্যক্তিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমি ভাগ্যবান, প্রত্যেক বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলি। সেই সুবাদেই এটা বলতে পারি, যে ভাবে শেষ কয়েকটি ম্যাচে খেলেছি, তাতে ট্রফি জেতা সম্ভব হবে না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত ইপিএলের আরও দুই ফুটবলার

করোনায় আক্রান্ত ইপিএলের আরও দুই ফুটবলার

লা লিগার নতুন সূচি প্রকাশ

লা লিগার নতুন সূচি প্রকাশ

কৌতিনহোর জন্য ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করতে নারাজ বায়ার্ন

কৌতিনহোর জন্য ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করতে নারাজ বায়ার্ন

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেইমার-এমবাপের ক্লাব