বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাসের মত বড় দলগুলো যেখানে ইতোমধ্যে লিগ শুরু বা অপেক্ষায় রয়েছে সেখানে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সিদ্ধান্তটি খুব বেশি তাড়াহুড়া করে নিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।
এদিকে ইউরোপের অন্যান্য ক্লাবগুলোর তুলনায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন নেইমারের প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)।
প্রায় চার মাসেরও বেশি ফুটবলের সাথে কোন সংস্পর্শ ছাড়াই প্যারিসের জায়ান্ট দলটি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের নিশ্চয়তা পেয়েছে। মৌসুম শেষের ঘোষণা আসায় পিএসজির খেলোয়াড়রা এখনও অনুশীলনে ফিরেনি। এমনকি খেলোয়াড়দের বেতন কম করার বিষয়েও কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি পিএসজি।
ক্লাবটির স্পোর্টিং পরিচালক লিওনার্দো ও খেলোয়াড়রা এ ব্যাপারে এখনো কোন চুক্তি করতে পারেনি। ফ্রান্স সরকারের অনুমোদিত আইনানুযায়ী প্রতিটি ক্লাবকে তাদের স্টাফদের ৮৪ শতাংশ বেতন অবশ্যই পরিশোধ করতে হবে।
এদিকে করোনার কারণে পিএসজি টেলিভিশন স্বত্ব থেকে প্রায় ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি করবে। সামাজিক নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধার জন্য যে পরিমাণ অর্থ তারা ব্যয় করেছে তা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এমনকি অন্যান্য লিগের তুলনায় লিগ ওয়ানকে কিছুটা হলেও কম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ মনে করা হয় শুধুমাত্র এ একটি কারণেই, এখানকার ক্লাবগুলো সামাজিক নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে।
পিএসজি প্রতি বছর খেলোয়াড়দের বেতনের ওপর সামাজিক চার্জ দিয়ে থাকে ৮০ মিলিয়ন ইউরোরও বেশি। ক্লাবের মতে এটি স্পেন, ইতালি কিংবা জার্মানির শীর্ষ ক্লাবগুলোর তুলনায় অনেক বেশি।
এদিকে এখন পর্যন্ত কোপা ডি ফ্রান্স ও কোপা ডি লা লিগার ফাইনালের তারিখ নির্ধারিত হয়নি। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা দুটি ম্যাচই আগস্টে করার ব্যপারে আশাবাদী।
সে কারণেই কোচ থমাস টাচেল জানিয়েছেন. এখনও অনুশীলনে ফেরার ব্যাপারে তাদের কোন সিদ্ধান্ত হয়নি। চলতি সপ্তাহে মারকুইনহোস ব্রাজিলে ফিরে গেছেন। নেইমার ও থিয়াগো সিলভা লকডাউনে ব্রাজিলেই অবস্থান করছেন। কেইলর নাভাস ও এডিনসন কাভানিও যথাক্রমে কোস্টা রিকা ও উরুগুয়েতে রয়েছেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]