বার্সেলোনা ছাড়ছে না ভিদাল, গুঞ্জনের অবসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৩ মে ২০২০
বার্সেলোনা ছাড়ছে না ভিদাল, গুঞ্জনের অবসান

ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের সাথে বেশ কিছুদিন ধরেই বার্সেলোনার মিডফিল্ডার আরতুরো ভিদালের যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে আরতুরো ভিদাল বার্সেলোনাতেই থাকার ইচ্ছা পোষণ করেছেন।

তিনি বলেন, ‘বার্সেলোনায় আমি বেশ খুশি ও স্বাচ্ছন্দ্যে আছি। অবশ্যই এ ক্লাবের সাথেই আমি থাকতে চাই। এখন আমি আগের যেকোন সময়ের তুলনায় আরও বেশি প্রস্তুত।’

ইনস্টাগ্রামে ভিদাল এ আগ্রহ প্রকাশ করে আর বলেন, ‘বার্সেলোনার ড্রেসিংরুমে আমি বেশ কয়েকজন ভালো বন্ধু পেয়েছি।’

৩২ বছর বয়সী ভিদাল ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেন। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২১ পর্যন্ত তার ক্যাম্প ন্যুতে থাকার কথা রয়েছে।

করোনা মহামারীর কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে লা লিগা। কিন্তু নতুন করে লিগ শুরু হওয়ার আশা দেখা যাচ্ছে। সে কারণেই ভিদাল বলেছেন, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করা উচিত।

ভিদাল বলেন, আমি শারীরিকভাবে বেশ সুস্থ অনুভব করছি, আগের চেয়ে অনেক ভালো। আমার ক্যারিয়ারে এর আগে কখনই নিজেকে প্রস্তুত করে তোলার জন্য এত সময় পাইনি। এ সুযোগে যতটুকু সম্ভব ক্যারিয়ার সম্প্রসারিত করার পরিকল্পনা করতে চাই।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জুনে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ

জুনে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ

প্রথম সপ্তাহে বুন্দেসলিগার ১৪ খেলোয়াড় ইনজুরিতে

প্রথম সপ্তাহে বুন্দেসলিগার ১৪ খেলোয়াড় ইনজুরিতে

বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দিতে চান জামাল

বাংলাদেশকে সাফ শিরোপার স্বাদ দিতে চান জামাল

ফিরেছে ফুটবল, শিগগিরই ফিরতে পারে দর্শক

ফিরেছে ফুটবল, শিগগিরই ফিরতে পারে দর্শক