প্রাণঘাতি করোনা মহামারী কাটিয়ে মাঠে ফিরেছে জার্মানীর শীর্ষ সারির দুই লিগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা টু’। তবে দীর্ঘদিন পর মাঠে খেলায় প্রথম সপ্তাহেই দুই লিগের মোট ১৪ জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন।
ইনজুরিতে পড়া ১৪ জনের মধ্যে বুন্দেসলিগায় ১২ জন ও বুন্দেসলিগা টু’তে দু'জন খেলোয়াড় রয়েছেন। করোনা মহামারী কাটিয়ে প্রথম ইউরোপীয়ান লিগ হিসেবে গত সপ্তাহ থেকে মাঠে শুরু হয়েছে জার্মান লিগ।
বুন্দেসলিগায় ইনজুরির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড ও হফেনহেইম। এ দুই ক্লাবেরই দু'জন করে খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। ডর্টমুন্ডের গিওভান্নি রেইনা ও থ্রোগান হ্যাজার্ড এবং হফেনহেইমের সেবাস্তিয়ান রুডি ও ইহলাস বেবু প্রথম দিনই ইনজুরিতে পড়েন।
দীর্ঘ দুই মাস লিগ বন্ধ থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই পেশীর ইনজুরিতে পড়তে পারেন বলে একটি শঙ্কা ছিল। সেই শঙ্কাই সত্যি হলো।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]